|
ফলো করুন |
|
|---|---|
উৎসবের দিনগুলোতে ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন। বাইরের ধুলাবালি মেকাপ আর ঋতু পরিবর্তনের কারণে ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক আর মলিন। প্রতিদিনের একটু যত্ন আপনার ত্বককে সুস্থ করে তুলতে সহায়তা করে। তবে ত্বকের আছে ভিন্ন ভিন্ন ধরন। তাই আপনার ত্বকের অবস্থা বুঝেই নেওয়া উচিত সঠিক ট্রিটমেন্ট। অন্যদিকে দিন-ক্ষণের চক্রে আর কিছুদিনের মধ্যেই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। পূজা কেন্দ্র করে থাকে নানা কাজের চাপ। তাই যতটা সম্ভব ঘরোয়া আর হাতের কাছে থাকা সরঞ্জাম দিয়েই শুরু করে ফেলতে পারেন ত্বকের যত্ন। উৎসবের ঠিক আগেভাগে কীভাবে নিতে পারেন ত্বকের যত্ন তাই জানিয়েছেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারী শাহীনা আফরিন মৌসুমী।
উৎসবের আগেভাগে ত্বকের যত্ন আবশ্যক। এ ক্ষেত্রে ন্যাচারালভাবে ত্বকের যত্ন নেওয়া সবচেয়ে ভালো। ত্বকের যত্নের প্রথম দিকেই থাকে ক্লিঞ্জার। যাদের ত্বক রুক্ষ তারা ফুটানো দুধে বেসন মিশিয়ে তা দিয়ে ভালো করে ত্বক পরিষ্কার করে নেবে। এ মিশ্রটি স্ক্রাবিং সঙ্গে ক্লিঞ্জিং দুটোর কাজই করবে। ত্বকের যত্নে দুধ এখানে ময়েশ্চারাইজারের কাজ করে। আর প্যাকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রুক্ষ ত্বকের বেলায় যাতে তা ক্রিম বেইজ প্যাক হয়। এক চামচ গুঁড়াদুধ, এক চামচ শঙ্খ পাউডার, আলু এবং শশার রস মিশিয়ে ত্বকে অ্যাপ্লাই করলে ত্বক এর রুক্ষতা, মলিনতা কমে আসবে। এ প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই ত্বক হারানো উজ্জ্বলতা ফিরে পেতে শুরু করবে। এছাড়া সব ধরনের ত্বকের ক্ষেত্রে কাঁচা হলুদের রস বের করে তা জ্বাল দিয়ে ফুটিয়ে ফ্রিজে রেখে দেওয়া যাবে। এ হলুদের রসের সঙ্গে মুলতানি মাটি, শঙ্খ, টকদই মিশিয়ে প্যাক আকারে ব্যবহার করা যাবে সব ধরনের স্কিনের ক্ষেত্রে। তবে এ জ্বাল করা রস পনেরো দিনের বেশি ভালো থাকে না। অন্যদিকে যাদের তৈলাক্ত ত্বক তারা এ লেবুর মৌসুমে লেবুর খোসা ব্যবহার করতে পারেন। লেবুর সাদা অংশ বাদে যেই খোসার সবুজ অংশ থাকে তার পেস্ট সঙ্গে মুলতানি মাটি গোলাপজল মিশিয়ে প্যাক আকারে ব্যবহার করলে ক্লিঞ্জার হিসাবেও কাজ করবে।
এছাড়া যাদের ত্বক একটু বেশি রাফ কিংবা সেনসিটিভ তারা সময় বের করে স্ক্রিন ট্রিটমেন্ট করে নিতে পারেন যে কোনো ভালো স্ক্রিন কেয়ার থেকে। এ ক্ষেত্রে ফেইসিয়াল ট্রিটমেন্ট নিতে পারেন উৎসবকে কেন্দ্র করে। এতে স্কিন টোন আগের চেয়ে ভালো অবস্থায় ফেরত আসে পাশাপাশি ত্বকও সঠিক পুষ্টি পায়। এতে আগের চেয়ে ত্বক বেশি উজ্জ্বল দেখায় পাশাপাশি ঘরোয়া ট্রিটমেন্ট লম্বা সময় অবধি ত্বকে থাকে।
অন্যদিকে ত্বকের ময়েশ্চারাইজারের ক্ষেত্রে সব ধরনের ত্বকের জন্য এক কাপ পরিমাণ গোলাপজল, হাফ কাপ অলিভ ওয়েল, হাফ কাপ গ্লিসারিন মিশিয়ে বোতলে রেখে মুখে স্প্রে করে নিয়ে সানক্রিম, পাউডার অ্যাপ্লাই করে নিলেই এ মৌসুমের সব উৎসবের জন্য তৈরি থাকবে আপনার ত্বক।
