Logo
Logo
×

ঘরে বাইরে

আমার নাকেরই ফুল বলেরে...

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারীর সৌন্দর্যের বিশাল এক অংশজুড়ে আছে গয়না। ছোট কিংবা বড়, গয়নার প্রতি নারীর ভালোবাসা সব সময়ের। ঘরে কিংবা বাইরে সব জায়গায়ই গয়না চাই সঙ্গী হিসাবে। আর এ ছোটখাটো গয়নার ভিড়ে অন্যতম নাকফুল। সুপ্রাচীনকাল ধরেই নাকফুল নিয়ে আছে অনেক গল্প, গান, কবিতা। গ্রামীণ জীবনধারায় নাকের ফুলের ব্যবহার একটা সময় সবচেয়ে বেশি চোখে পড়লেও বর্তমানে গয়নার তালিকায় নাকফুলের ব্যবহার বাড়ছে দিন দিন। খুব অল্প পরিসরে সাজিয়ে তুলতে গয়নার ভিড়ে নাকফুল তার জায়গা ধরে রেখেছে আগের মতো। কেবল কোনো উৎসব নয় সচারচর নিত্যদিনের গয়নার তালিকায় বর্তমান নারীদের পছন্দ এ নাকফুল। তবে মুখের গড়ন আর এ গয়নার আকৃতির ওপর এর সৌন্দর্য নির্ভর করে অনেকটুকু। এছাড়া এতে ব্যবহার করা নকশা আর মাঝে স্টোন, রুপা, মুক্তা, হিরা কিংবা স্বর্ণের কারুকাজের ব্যবহার তো আছেই। অন্যদিকে ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় নাকফুল গয়না আবিষ্কারের প্রথম থেকে আছে সাজসজ্জায়। তবে তখনকার সময়ের নাকফুল আর বর্তমান সময়ের নাকফুলের মাঝে আছে বিস্তর পার্থক্য। নাকফুল বা নোজপিনের মাঝে দেখা যায় এখন নানা প্রকারভেদ। সেই তালিকা অনুযায়ী আছে নথ, ছোট পাথরের নাকফুল, নাকছাবি, নোলক, মারাঠি নথ, টিপ নাকফুল, নাকপাশা, ট্রাইবাল নথ, ব্রাইডাল নথ থেকে শুরু করে রিং, ত্রিকোণ, চৌকোণ কিংবা ছোট পাতা কিংবা এক ফুলের ভিন্ন ভিন্ন ডিজাইন। স্বর্ণের নাকফুলে থাকে পাথরের মিনা করা। তবে নাকফুল যেমন ডিজাইনের হোক না কেন মুখের সঙ্গে মানাতে হবে সবার আগে। যাদের নাক সঙ্গে মুখের গড়ন ছোট তারা এক পাথরের ছোট নাকফুল পরতে পারেন। একটু বড় নাক আর মুখের গড়ন যাদের বড় তাদের ক্ষেত্রে বড় নাকফুল উপযুক্ত। তবে যারা ভিন্ন ভিন্ন পোশাকের সঙ্গে একই ধরনের নাকফুল দীর্ঘ সময় পরতে চান তারা ছোট নাকফুল বেছে নিতে পারেন। স্বর্ণের কিংবা হিরার নাকফুল এ ক্ষেত্রে সবচেয়ে ভালো। এর উজ্জ্বল আলোর জন্য দেখতে দারুণ লাগে অল্প ডিজাইনেই। আর যারা নাক ফোঁড়াতে সময় নিচ্ছেন তাদের ক্ষেত্রেও আছে টিপ নাকফুল। এগুলো বেশিরভাগ হয়ে থাকে অক্সিডাইজ বা মেটালের। দেখতে দারুণ এ ছোট প্যাঁচানো নাকফুলগুলো পরতেও বেশ সুবিধার। তবে আভিজাত্যের কিংবা ভিন্ন ভিন্ন প্রথার থেকেও এর কারুকাজ আর নিজস্বতা নারীর কাছে নাকফুলের কদর বাড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নাকফুলের কারুকাজে পরিবর্তন এলেও কমেনি এর গুরুত্ব। তাই তো বিয়ের সাজ থেকে শুরু করে ঘরেবাইরের যে কোনো ছোট পরিসরের আয়োজন বা নিত্যদিনের ব্যবহারে চোখে পড়ে ভিন্ন ভিন্ন ধাঁচের আর ডিজাইনের হরেক রঙের নাকফুল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম