Logo
Logo
×

ঘরে বাইরে

ঘরের আলোকসজ্জা

Icon

আজহার মাহমুদ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঘরের সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ হলো আলো। আলো ঘরকে শুধু আলোকিতই করে না, পাশাপাশি ঘরে একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে। ঘরের সাজসজ্জার জন্য যেমন আলো অন্যতম, তেমনি আলো দিয়ে ঘর সাজাতেও মাথায় রাখতে হবে দুটি বিষয়। আলোর অনুষঙ্গে হতে হবে দেশীয় ঐতিহ্য এবং উজ্জ্বল। ঘরে যদি কোনো উৎসব থাকে তখন আলো জ্বালাতে মাটি বা কাঁসার প্রদীপ কিংবা হাল আমলের ফেয়ারি লাইটসের শরণাপন্ন হতে পারেন।

এছাড়া ঘরের সেন্টার টেবিলের নিচে, ঘরের পিলারগুলো ঘিরে, জানালার কার্নিশে বিভিন্ন ধরনের আলোকবাতি বসাতে পারেন। এতে আপনার আঙ্গিনায় এনে দেবে অন্যরকম এক স্নিগ্ধতা। সিঁড়ির কোণে, সদর দরজায়, ডাইনিং টেবিলেও আপনি চাইলে প্রদীপ দিয়ে সাজাতে পারেন মনের মতো করে। ঘরের কোণে বড় মোমবাতি স্ট্যান্ড বসিয়ে তাতে কয়েকটা রঙিন মোমবাতিও সাজিয়ে নিতে পারেন। কারুকার্য খচিত কাঠের বা স্টিলের স্ট্যান্ডে রাখতে পারেন সুগন্ধি মোমবাতি। তবে অবশ্যই প্রদীপ কিংবা মোমবাতি দিয়ে ঘর সাজানোর সময় যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

বর্তমান সময়ে বেশিরভাগই আলোকসজ্জা করা হয় কৃত্রিম বাতিতে। বাড়িজুড়ে রং-বেরঙের মরিচবাতি ব্যবহার করেন অনেকেই। মরিচবাতির পাশাপাশি অন্যান্য আলোকসজ্জায় অন্যরকম সুন্দর করে তুলতে পারেন আপনার ঘরকে। দরজার বাইরে একটা আংটায় ঝুলিয়ে দিতে পারেন চমৎকার একটি লণ্ঠন। লণ্ঠনের নরম আলো সাদরে আমন্ত্রণ জানাবে অতিথিদের। যেন চোখ জুড়ানো দৃশ্য! তাছাড়া, বড় ঘরের সিলিংয়ে একটি ঝাড়বাতি থাকলেও ঘরকে দেখাবে আকর্ষণীয়। রঙিন ফুলেল নকশার ল্যাম্পশেড রাখতে পারেন বেডসাইড টেবিলে।

এর বাইরেও আপনি চাইলে নিজে নিজে ইউনিক কিছু ডিজাইনেও আলোকসজ্জা করতে পারেন। আমাদের সবার বাড়িতে খালি কাচের বোতল থাকার কথা। না থাকলে কয়েকটা জোগাড় করেও নিতে পারি। সেটা সুরাপানের বোতল হোক বা শেষ হয়ে যাওয়া সসের বোতল। প্রথমে বোতলগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এবার টুনি লাইটগুলো তার ভেতর ঢুকিয়ে দিন, চাইলে বাইরেও জড়িয়ে দিতে পারেন। অপূর্ব আলোর রোশনাইয়ে সৃষ্টি হবে। আর সেটা দেখে আপনার নয় শুধু, যে কারও মন ভালো হয়ে যাবে। বাড়ির বাগান, ছাদ কিংবা বারান্দায় গাছ রয়েছে? তাহলে আর কী টুনি লাইটগুলো সুন্দর করে গাছের ছোট ছোট ডালে পেঁচিয়ে দিন। তারপর সুইচবোর্ডের সঙ্গে কানেক্ট করে অন্ধকারে আলো জ্বালিয়ে দিন। ব্যাস, পুরো ছাদবাগানটাই অপরূপ সৌর্ন্দযে মুগ্ধতা ছড়াবে। চাইলে বাড়িতেই রঙিন কাগজ বা কাপড় দিয়ে ‘কান্ডিল’ তৈরি করে নিতে পারেন। কোনো দোকান বা রেস্তোরাঁর বাইরে দেখেছেন হয়তো রঙিন কান্ডিলের ভেতরে লাইট লাগানো। দেখতে অদ্ভুত সুন্দর লাগবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম