Logo
Logo
×

ঘরে বাইরে

লাল-সবুজে বিজয়ের উৎসব

Icon

সেলিম কামাল

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিজয় দিবস বাঙালির অন্যতম উৎসবের দিন। এ দিনের আনন্দ আত্মিক। আত্মার এ শান্তি বাঙালি প্রকাশ করে পোশাকে, আচারে। তাই তো বিজয় দিবসের প্রাক্কালে কাগজের তৈরি ছোট ছোট জাতীয় পতাকা দিয়ে বাড়ির চারপাশ সাজিয়ে তোলার প্রিয় সে সংস্কৃতি এখনো আছে। কোনো বাড়ির ছাদে শোভা পায় পতপত করে ওড়া বাংলাদেশের জাতীয় পতাকা। অন্তত জাতীয় দিবসে হলেও বাঙালির দেশাত্মবোধের প্রবল বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। বিজয়ের দিনে আনন্দের উপলব্ধি যোগ হয় বাঙালির পোশাক-আশাকে। লাল-সবুজের মিশেলে নিজেকে রঙিন করে তোলে তারা। এখানেই বাঙালি অন্যান্য জাতি থেকে আলাদা, স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের।

বাংলাদেশে বাঙালিদের সময়োপযোগী ফ্যাশনে অভ্যস্ত করেছে ফ্যাশন হাউজগুলো। তাদের সৃজনশীল মস্তিষ্কপ্রসূত উদ্ভাবনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বলেই বিজয় বা স্বাধীনতা দিবসে লাল-সবুজ পোশাকে নিজেদের সাজিয়ে তোলে বাঙালিরা। শুধু পোশাকই নয়, পোশাকের পাশাপাশি অন্যান্য অনুষঙ্গেও বিজয়ের আবহ ফুটিয়ে তুলতে চেষ্টা করেন। দোপাট্টা, হিজাব, কানের দুল, খোঁপার ক্লিপ, হাতের চুড়ি-বালা, পুঁতির মালা, মাস্ক, গলার হার, ঘড়ি, চশমার ফ্রেম, মাথার হ্যাট-সব কিছুতেই যেন থাকতে হবে বিজয় দিবসের চিহ্ন। বিশেষ করে রুচিশীল বাঙালি তরুণ-তরুণীরা বিজয়ের দিনে এমন সাজে বের না হলে যেন তাদের দিনটাই মাটি। রুচি আর সামর্থ্যরে সামঞ্জস্যে নিজেদের সাজান তারা।

দেশের অন্যতম ফ্যাশন হাউজগুলোর মধ্যে কে-ক্র্যাফট, রঙ বাংলাদেশ, অঞ্জনস, নিপুণ, মেঘ, বাংলার মেলা, নিত্য উপহার, বিবিআনা, কারু বুটিক, সাদাকালো, দেশাল, নগরদোলা, নকশা, ফিওনা, সারা, লা-রিভ প্রতি বছরই এ ধরনের উৎসব রাঙাতে উৎসাহী করে তোলে বাঙালিদের। শাড়ি, শার্ট, টি-শার্ট, টিউনিক, কুর্তি, টপস, পাঞ্জাবি, শাল, ব্লাউজ, ফতুয়া, কামিজ, ফ্রকে থাকে লাল-সবুজের মিশেলে ডিজাইন। সিল্ক, লিলেন, খদ্দর, জর্জেট কিংবা সুতি কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, অ্যামব্রয়ডারি ইত্যাদির সাহায্যে ফুটিয়ে তোলা হয় মোটিফ। কেউ কেউ বিজয়ের পোশাকে টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফির সমন্বয়ে তুলে ধরেন বাংলাদেশের পতাকার গ্রাফিক্যাল ফর্ম। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও বিশেষ আয়োজন থাকে প্রায় সব ফ্যাশন হাউজেই। এবারের বিজয়ের পোশাকেও মনে হচ্ছে এর ব্যতিক্রম হবে না। পরিবারের সবার জন্য থাকবে ম্যাচিং পোশাক। যেন বিজয়ের আনন্দ পারিবারিকভাবে সবাই ভাগাভাগি করে নিতে পারেন। তবে গত কয়েক বছরের মতো এবারও বিজয়ের দিনে শীতের প্রভাব বিরাজ করবে। এ কারণে লাল-সবুজকে প্রাধান্য দিলেও শীতকে মাথায় রেখেই ডিজাইনগুলো করবেন ফ্যাশন ডিজাইনাররা।

মজার বিষয় হলো বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে অন্যান্য উৎসবের মতো অতিরিক্ত খরচ বইতে হয় না ক্রেতাদের। দেশাত্মবোধের কথা মাথায় রেখে প্রায় প্রতিটি পোশাকই ক্রেতার নাগালের মধ্যে রাখার চেষ্টা করেন তারা। যেন মনে না হয়, বাঙালির দেশপ্রেমকে পুঁজি করে বেনিয়াবৃত্তির সুযোগ নিচ্ছেন কেউ। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে হচ্ছে। দেশপ্রেম না থাকলে মানুষ হওয়ার অন্যতম শর্তই থাকল না। তবে শুধু দেশপ্রেমই নয়, ধর্মীয় রীতিনীতিকে উপেক্ষা না করে কুসংস্কারমুক্ত দেশপ্রেমের দৃষ্টান্ত সৃষ্টি করে মানুষ হওয়াটাই সবার লক্ষ্যে থাকা উচিত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম