Logo
Logo
×

ঘরে বাইরে

ফ্যাশনেবল ব্লেজার

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চলছে পৌষ মাস। হাড়কাঁপানো শীতের প্রভাব পড়ছে প্রতিদিনের জীবনযাত্রায়। ভারী গরম কাপড়েই শেষ ভরসা উষ্ণতা খুঁজে পাওয়ার। রাস্তার মোড়ে মোড়ে আগুন পোহাতে প্রায়শই চোখে পড়ছে সাধারণ মানুষকে। চা কিংবা কফির কাপে চুমুক দিয়ে ব্যস্তময় সকালে শাল কিংবা চাদরের জায়গা দখল করে নিয়েছে মোটা কাপড়ের সোয়েটার কিংবা জ্যাকেট। আর শীতের এ সময়ে অনুষ্ঠান কিংবা পার্টির থাকে ঘটা করে আয়োজন। ঘরোয়া পরিসরের বাইরেও বিয়ে কিংবা জন্মদিন অথবা পিকনিকে নিত্যদিনের পোশাকের পাশাপাশি বেছে নিতে হয় পারফেক্ট শীতের ফ্যাশনেবল পোশাক। শীতের এ সময় তাই ছেলেদের ফ্যাশনের কালেকশনে ব্লেজার অন্যতম আকর্ষণ।

ব্লেজার ক্যাজুয়াল কিংবা অফিসিয়াল দুই আউটফিটের সঙ্গেই মানিয়ে যায় সহজে। তাই শীতের এ সময়ের যে কোনো আয়োজন হোক তা ঘরোয়া কিংবা বাইরের যে কোনো জায়গায়ই কালার কম্বিনেশন ঠিক রেখে ব্লেজার অনায়াসে বেছে নেওয়া যায়। এ ছাড়া ব্লেজার অনেকটা স্যুট আর জ্যাকেটের কম্বিনেশনের হওয়াতে কম্ফোর্ট জোন থেকেও এ সময়ের তরুণদের অন্যতম আকর্ষণের জায়গা। এ ছাড়া এর কারুকাজ করা স্টাইলিশ বোতাম, আর কলারের ভাঁজ থেকে শুরু করে পকেটের কাটিং সব জায়গায়ই আভিজাত্যের ছোঁয়া থাকে। তাই সাদা রঙের শার্টের সঙ্গে নীল, কালো, মেজেন্টা, বেবি পিংকসহ অন্য কালারগুলোও মানায় বেশ। এক রঙের শার্টের সঙ্গে এক রঙের ব্লেজার যেমন মানায় তেমনি আবার চেকের মাঝে কাজ করা ব্লেজারগুলোও খুব ভালো লাগে দেখতে। তবে আপনার অনুষ্ঠান যদি হয় অফিসিয়াল তবে আপনি এক রঙের ব্লেজার বেছে নিলেই সবচেয়ে ভালো। অন্যদিকে যেহেতু বছরের শুরুর দিকের এ সময় বিয়ের কিংবা পার্টির আয়োজন বেশি থাকে তাই এ ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে চেকের মাঝে থাকা ব্লেজারগুলো বেছে নিতে পারেন। শীতের আবহ কিছুটা কম থাকলে একটু পাতলা কাপড়ের মাঝে থাকা ব্লেজারগুলোকেও সঙ্গী করতে পারেন। বুকের সামনের অংশ খোলা থাকায় বোতাম না লাগিয়েও আপনি ব্লেজার আরাম করে পরতে পারেন। কিছু কিছু ব্লেজারের বুক পকেটের পাশাপাশি ব্লেজারের নিচের অংশজুড়েও দুটি আলাদা পকেট থাকে। এ পকেটগুলো ছাড়াও ব্লেজারের ভেতরের অংশে বুকের দিকে আপনি পাবেন আরও একটি পকেট। রেডিমেডের পাশাপাশি আপনি চাইলে দর্জিবাড়ি থেকেও মাপ অনুযায়ী ব্লেজার মনের মতো করে বানিয়ে নিতে পারেন। তবে ব্লেজারের ক্ষেত্রে ফিটিংস আর রঙের দিকেও খেয়াল রাখা প্রয়োজন। হালকা কালারসহ কালো, সাদা, খয়েরি, নীল, মেজেন্টা এ ধরনের রং আপনার কালেকশনে রাখুন ব্লেজার নির্বাচনের ক্ষেত্রে।

কোথায় পাবেন : যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, গুলিস্তান, গাউছিয়া, বায়তুল মোকাররমসহ আপনার আশপাশের যে কোনো শপিংমলে।

দাম : ১৫০০ থেকে ৯৫০০ টাকার মধ্যে পাবেন কাপড় কিংবা রেডিমেডের ওপর ভিত্তি করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম