Logo
Logo
×

ঘরে বাইরে

শুভেচ্ছা ও ভালোবাসা

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুগান্তরের দুই যুগের যাত্রাপথে যুক্ত হলো আরও একটি নতুন বছর। ২৫ বছরে পদার্পণে শুভেচ্ছা জানিয়েছেন যুগান্তরের ঘরেবাইরে পাতার সঙ্গে সম্পৃক্ত থাকা ফ্যাশন ডিজাইনার, রূপবিশেষজ্ঞ, ইন্টেরিয়র ডিজাইনার, মডেল এবং রন্ধনশিল্পীরা। কোটি মানুষের ভালোবাসায়, আস্থায় ২৪ বছর শেষে ২৫ বছরে যুগান্তর। যুগ যুগ পাশে থাকুক যুগান্তর এভাবেই জনসাধারণের কণ্ঠে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে। গ্রন্থনা : ফারিন সুমাইয়া

কানিজ আলমাস খান

রূপবিশেষজ্ঞ

সময়ের আবহের সঙ্গে পরিবর্তন আর বিকাশের ধারা যুগান্তর আমাদের শিখিয়েছে। অনেকটা সময় ২৫ বছর। দীর্ঘ এ সময়ে পাঠক মনে জায়গা দখল করে রাখার পেছনে আছে অনেক শ্রম। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তাদের কথা তুলে ধরা, নারীদের হয়ে কথা বলা ইত্যাদির মাধ্যমে যুগান্তর আমাদের আপন থেকে আরও আপন হয়ে উঠেছে। অনেক অনেক শুভ কামনা রইল যুগান্তরের প্রতি।

গুলশান নাসরিন চৌধুরী

ইন্টেরিয়র ডিজাইনার

যুগান্তরের রজতজয়ন্তীতে জানাই শুভেচ্ছা। একদম শুরুর দিক থেকেই যুগান্তরের সঙ্গে আছি, পাশে আছি, এক যুগের পরিক্রমায় যেমন ছিলাম, তেমনি দুই যুগের আর এখন ২৫ বছরে পদার্পণেও সঙ্গে আছি। সামনের দিনগুলোর জন্য যুগান্তরের প্রতি রইল অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা।

শাহিন আহম্মেদ

ফ্যাশন ডিজাইনার

দেশীয় ফ্যাশন নিয়ে যুগান্তর দীর্ঘসময় ধরে কাজ করে যাচ্ছে। আর সেই সঙ্গে আমরাও আছি। দেখতে দেখতে ২৫ বছরের পথ পাড়ি দেওয়া একসঙ্গে। দেশীয় ফ্যাশনের এ এগিয়ে যাওয়ার পেছনে যুগান্তরের অবদান অনেক। বিশেষ করে ঘরেবাইরে পাতার আয়োজনে এর প্রতিচ্ছবি ফুটে ওঠে। যুগান্তরের এ পথচলা অব্যাহত থাকুক যুগ যুগ ধরে; এটাই চাওয়া। রজতজয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।

বিপ্লব সাহা

ফ্যাশন ডিজাইনার

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যুগান্তরের অবদান অনেক। সে ধারাবাহিকতায় যুগান্তরের ঘরেবাইরে সব সময় আমাদের পাশে ছিল পরিবারের অংশ হিসাবে। ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে যুগান্তরকে জানাই একরাশ শুভকামনা।

রাহিমা সুলতানা রিতা

রূপবিশেষজ্ঞ

সৃষ্টিশীলতার দিক থেকে বরাবরই যুগান্তরকে আলাদা করা যায়। পত্রিকা হিসাবে কেবল সংবাদই নয়, সাধারণ মানুষের হয়ে কথা বলা এবং বিশেষ করে নারীদের নিয়ে যুগান্তরের কাজ সব সময় ঘরেবাইরে পাতার আয়োজনে ফুটে ওঠে। রজতজয়ন্তীর ২৫ বছরের পথচলা আরও সুদীর্ঘ হোক। শুভ জন্মদিন যুগান্তরকে।

সৌমিক দাস

ফ্যাশন ডিজাইনার

দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি বিকাশে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এক্ষেত্রে যেসব গণমাধ্যম পথপ্রদর্শক-তার মধ্যে দৈনিক যুগান্তর অন্যতম। আমরা রঙ বাংলাদেশ, আমাদের প্রতিটি উদ্যোগের সংবাদ পরিবেশনায় সব সময়ই যুগান্তরের সহযোগিতা পেয়েছি, আমাদের পথচলা হয়েছে অনেক সুগম। বর্ষপূর্তির এ শুভক্ষণের সুযোগে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যুগান্তর পত্রিকার সবাইকে। যুগান্তর আরও এগিয়ে যাক, আমাদের সঙ্গে মেলবন্ধন হোক আরও সুদৃঢ়। শুভকামনা যুগান্তরকে।

কাজী কামরুল ইসলাম

রূপবিশেষজ্ঞ

যুগের সঙ্গে তাল মিলিয়ে সব সময়ের তাৎক্ষণিক সংবাদ প্রকাশে যুগান্তর সবার আগে। দেখতে দেখতে ভালোবাসার এ পত্রিকাটি ২৫তম জন্মদিন পালন করে ফেলল। অনেক অনেক শুভকামনা যুগান্তরকে। শুভ জন্মদিন।

লিপি খন্দকার

ফ্যাশন ডিজাইনার

আমার যাত্রাপথের অন্যতম সঙ্গী ছিল যুগান্তর। সেই থেকে এখন অবধি যুগান্তরের সঙ্গে অনেক অনেক কাজ, অনেক অনেক স্মৃতি। যুগান্তরের প্রতি কৃতজ্ঞতা এবং অনেক অনেক শুভকামনা। প্রাতিষ্ঠানিকভাবে সফলতার গল্পগুলো যেমন আছে, তেমনি এর পেছনে থাকে আরও অনেক না বলা কথা। সেই জায়গা থেকে যুগান্তর কাজ করে যাচ্ছে। শুভকামনার সঙ্গে যুগান্তরকে জন্মদিনের শুভেচ্ছা।

মুন্নুজান নার্গিস

ফ্যাশন ডিজাইনার

যুগান্তর ২৫ বছরে পদার্পণে আমার এবং লা-রিভের পক্ষ থেকে অনেক শুভকামনা। সাংবাদিকতায় বরাবরই যুগান্তর গঠনমূলক এবং সত্য সংবাদ প্রকাশ করে আসছে। পাশাপাশি ফ্যাশন নিয়ে যুগান্তরের ঘরেবাইরেকে সব সময় পাশে পেয়েছি। সব অঙ্গনে এভাবেই ছড়িয়ে থাকুক যুগে যুগে যুগান্তর।

আফরোজা পারভীন

রূপবিশেষজ্ঞ

সম্পর্কের সুতায় যুগান্তরের সঙ্গে বন্ধন অনেক দিনের। ভালো কিংবা মন্দ সব সময় পরিবারের মতো পাশে পেয়েছি সবাইকে। ঘরেবাইরে সংখ্যাকেও কাজের ক্ষেত্রে পেয়েছি সব সময় পাশে। পাঠক জনপ্রিয়তায় তাই যুগান্তর সবার থেকে আলাদা। এভাবেই সামনে এগিয়ে চলুক যুগান্তর। রজতজয়ন্তীতে জানাই একরাশ ভালোবাসা।

বুলবুল টুম্পা

মডেল

সব সময় ভালো ভালো কাজে যাকে পাশে পাওয়া যায় সে হলো যুগান্তর। শুধু সংবাদ নয় চারদিকের বিষয়গুলো যারা সুন্দর করে ফুটিয়ে তোলে তারাই হলো দৈনিক যুগান্তর। সেই যুগান্তরের ২৫ বছরে পদার্পণ। দীর্ঘ এ পথচলায় দৈনিক যুগান্তর এবং আমার অন্যতম পছন্দের পাতা ঘরেবাইরের সবাইকে জানাই শুভ শুভ শুভ জন্মদিন।

জুলিয়া আজাদ

রূপবিশেষজ্ঞ

যুগান্তরের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। ভালোবাসার জায়গা থেকে যুগান্তর আমার কাছে সবার আগে। এছাড়া ঘরেবাইরে পাতা শুধু মেয়েদের হয়ে কথা বলে, যা অন্য যে কোনো পত্রিকা থেকে আলাদা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যুগান্তর সব সময় সময়োপযোগিতা বোঝে। এর বাইরে অনলাইন ভার্সনের কারণে যুগান্তর এখন আরও হাতের নাগালে। যুগান্তরের সঙ্গে এভাবেই থাকতে চাই, পাশে পেতে চাই। শুভ জন্মদিন জানাই তোমায় যুগান্তর।

শাহিনা আফরিন মৌসুমি

রূপবিশেষজ্ঞ

দুই যুগের পথ পাড়ি দিয়ে যুগান্তরের রজতজয়ন্তীতে সঙ্গে আছে অনেক স্মৃতি। বিশেষ করে ঘরেবাইরে পাতার আয়োজনে বরাবরই থাকে ভিন্নতা। নতুনত্বের ছোঁয়ায় নতুন বছর সেজে উঠুক ভিন্নতায়। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে যুগান্তর আমাদের পাশে থাকুক যুগ যুগ ধরে।

নওরীন ইমান ইরা

ফ্যাশন ডিজাইনার

প্রথমেই জানাই দৈনিক যুগান্তরকে শুভেচ্ছা। প্রাপ্তির তালিকায় আরও একটি নতুন বছর যুক্ত হলো। প্রথম থেকেই যুগান্তর যেমন পাঠক জনপ্রিয় একটি পত্রিকা ছিল বর্তমানেও তা আছে। সময়ের সঙ্গে আরও অনেক কিছু যুক্ত হয়েছে, বিশেষ করে ফ্যাশন দুনিয়ার খবরাখবর যুগান্তর সবার আগে তুলে ধরে। সে জায়গা থেকে জানাই কৃতজ্ঞতা। এভাবেই পাশে থেক যুগান্তর।

শারমিন কচি

রূপবিশেষজ্ঞ

কিছু অনুভূতির জায়গা বলে প্রকাশ করা যায় না, যুগান্তর আমার কাছে ঠিক তেমনটাই। আমার আজকের আমি অবধি পথচলায় যুগান্তরের অবদান অনেকখানি। সেই জায়গা থেকে আমি চাই যুগান্তর আরও ভালো ভালো কাজ আমাদের জন্য উপহার দিক। ঘরেবাইরে পাতার এক সময়ের আয়োজন ছিল প্রশ্নপর্বের, তখন থেকেই যুগান্তর আর আমার এক অটুট সম্পর্ক। এভাবেই তুমি পাশে থাক, শুভ জন্মদিন যুগান্তরকে।

ফারহানা রুমি

রূপবিশেষজ্ঞ

২৫ বছরে পদার্পণ করায় যুগান্তরের সাংবাদিক ভাইবোনদের এবং যারা এ পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত আছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যুগান্তরের পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। জারা’স বিউটি লাউঞ্জের পথচলার শুরু থেকেই যুগান্তরের ভূমিকা ছিল অতুলনীয়। যুগ যুগ এগিয়ে যাক যুগান্তরের পথচলা।

আইয়ুব আনসারী সিজান

ফ্যাশন ডিজাইনার

ছোট ছোট পায়ে যুগান্তরের পথচলা দেখতে দেখতে ২৫-এ পা দিল। দীর্ঘ একটা সময়ের এ যাত্রাপথে আমরা যেমন যুগান্তরের সঙ্গে ছিলাম, তেমনি যুগান্তর ছিল আমাদের পাশে। ঘরেবাইরে পাতার সঙ্গে আছে অনেক অনেক স্মৃতি। এভাবেই চাই যুগান্তর এগিয়ে যাক যুগ যুগ ধরে আমাদের সঙ্গে নিয়ে। যুগান্তরের জন্য শুভকামনা রইল।

মিহান

ফ্যাশন ডিজাইনার

যুগান্তর একদিকে যেমন জনমানুষের জীবন সংকটের খবর পাঠক সমাজের সামনে সাবলীলভাবে তুলে ধরে, তেমনি দেশের স্বার্থে বহু অসংগতির খবর যুগান্তরের সাংবাদিকদের সাহসী কলমে উঠে আসে। গণমাধ্যমটির অন্য বিভাগের মতো ফ্যাশন বিভাগ সুনামের সঙ্গে প্রতিদিন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছে। বর্ণন লাইফস্টাইলের পক্ষ থেকে শুভেচ্ছা।

খালিদ মাহমুদ খান

ফ্যাশন ডিজাইনার

২৫ বছরে পদার্পণে যুগান্তরের প্রতি রইল একরাশ ভালোবাসা। যুগান্তরের এ পদচারণা যুগ যুগ ধরে এভাবেই অবিচল থাকুক আমাদের মাঝে।

তৌহিদা তুহু

ফ্যাশন ডিজাইনার

যুগান্তর ২৫ বছরে পদার্পণে জানাই অফুরন্ত ভালোবাসা। ফ্যাশনবিষয়ক কথা নিয়ে যুগান্তর আমাদের পাশে থাকুক, পাশে রাখুক-এটাই আশা করি।

অহিদুল ইসলাম মিল্টন

ফ্যাশন ডিজাইনার

যুগান্তরের জন্মদিনে যুগান্তর পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যুগান্তর বরাবরই ফ্যাশনবিষয়ক নানা আয়োজন নিয়ে আমাদের পাশে থাকে। এটা দেশীয় ফ্যাশন শিল্পের জন্য যেমন পাওয়া, তেমনি আমাদের জন্যও আশীর্বাদ।

রাকিব হোসাইন

ফ্যাশন ডিজাইনার

দেশীয় ফ্যাশনশিল্পের উন্নয়নে যুগান্তর পত্রিকার ‘ঘরে বাইরে’ অনেক অবদান রেখে চলেছে। তাদের ফ্যাশনবিষয়ক নিয়মিত আয়োজনগুলো ফ্যাশনসচেতন ক্রেতা-বিক্রেতা সবার জন্যই দরকারি হয়ে ওঠে। এছাড়া দেশি পণ্যকে তারা দেশ-বিদেশে তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যুগান্তর পরিবারকে শুভেচ্ছা।

সাবরিনা জামান রিবা

মডেল

যুগান্তরের ২৫ বছর পূর্তিতে অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা। সব সময় যুগান্তর এভাবেই পাশে থাকুক এটাই একমাত্র চাওয়া। নতুন নতুন কাজের মাধ্যমে যুগান্তরকে আরও নতুন করে চাই। ক্যারিয়ারের একদম শুরু থেকেই ঘরেবাইরে পাতার সঙ্গে পথচলা শুরু। এখনো সঙ্গী হিসাবে আছি। শুভ জন্মদিন জানাই দৈনিক যুগান্তর এবং এর সঙ্গে পথচলা সব কলাকুশলী এবং শুভাকাঙ্ক্ষীদের।

দেব দীপ

মডেল

যুগান্তর আমার খুব পছন্দের একটি পত্রিকা। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই যুগান্তর আমার পাশে ছিল। এছাড়া যুগান্তর সব সময় মানুষের কথা বলে। প্রিয় এ পত্রিকার জন্মদিনে যুগান্তর আরও এগিয়ে যাক স্বপ্নডানা মেলে ধরুক এ কামনা রইল।

জেসমিন জুঁই

মডেল

নতুন নতুন চ্যালেঞ্জে পাঠকের হয়ে কথা বলে যুগান্তর। পথচলার এ দীর্ঘসময়ে যুগান্তরের পাশে থাকতে পেরে আমি আনন্দিত। যুগান্তরের এই শুভ লগ্নে আমার পক্ষ থেকে একরাশ শুভকামনা আর ভালোবাসা। যুগান্তরকে এবং ঘরেবাইরে পাতার সবাইকে জানাই শুভ জন্মদিন।

পূর্ণিমা বৃষ্টি

মডেল

জন্মদিনের শুভকামনা যুগান্তর পরিবারকে। সেই শুরু থেকেই দৈনিক যুগান্তর পত্রিকার ঘরেবাইরে পাতার সঙ্গে আছি, ছিলাম এবং থাকব। যুগান্তরের এ পথচলা আরও দীর্ঘ হোক।

বারিশ হক

মডেল

দৈনিক যুগান্তর সব সময়ই আমার কাছে স্পেশাল। বিশেষ করে ঘরেবাইরে পাতার আয়োজন অন্য পত্রিকা থেকে বরাবরই আলাদা। দেখতে দেখতে সেই প্রিয় পত্রিকার রজতজয়ন্তীর শুভক্ষণ। জন্মদিনের এ পালাবদলে আরও একটি বছর যোগ হয়ে গেল। এভাবেই আরও কয়েকশ বছর যুগান্তর আমাদের পাশে থাকুক। শুভ জন্মদিন দৈনিক যুগান্তর।

খালেদা পারভিন সিনথিয়া

রূপবিশেষজ্ঞ

প্রথমেই শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই দৈনিক যুগান্তরকে। অন্য যে কোনো পত্রিকার ভিড়ে যুগান্তরকে আলাদা করা যায় খুব সহজে। এর প্রত্যেক পাতার, বিশেষ করে ঘরেবাইরে পাতার আয়োজনে সব সময় থাকে কোনো না কোনো ভিন্নতা। যুগান্তর সব সময় জনমানুষের হয়ে কথা বলে। যুগে যুগে যুগান্তর এভাবেই পাশে থাকুক-এটাই একমাত্র চাওয়া।

শহিদুল ইসলাম

শেফ ডি পার্টি, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

সততা, স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকদের মন জয় করেছে যুগান্তর। পাঠকের কাছে এ পত্রিকার যে ভূমিকা আছে, সেটা অটুট থাকুক। অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পত্রিকাটির প্রকাশনা অনন্তকাল অব্যাহত থাকুক।

যুগান্তরের আগামীর পথচলা আরও সুন্দর হোক, শুভ হোক-এ কামনা করি।

জেসুস নিনো

শেফ, লো মেরিডিয়ান ঢাকা

দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে লো মেরিডিয়ান ঢাকার পক্ষ থেকে সব শুভানুধ্যায়ী এবং পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আফরোজা নাজনীন সুমি

রন্ধনশিল্পী

যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে জানাই অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। বিশেষ করে শুভেচ্ছা জানাই লাইফস্টাইলবিষয়ক ট্যাবলয়েড ঘরেবাইরেকে। যুগান্তর ২৫ বছর ধরেই সামাজিক অসংগতি তুলে ধরে এসেছে। আশা করি, সেই ধারা অব্যাহত থাকবে। সর্বস্তরের মানুষের কথা বলবে, সাধারণ মানুষের পাশে থাকবে। সে কামনাই করছি। আগামী দিনের জন্য থাকল শুভকামনা!

আঞ্জুমান জাহিদ সেতু

রন্ধনশিল্পী

যুগান্তরের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এ প্রতিষ্ঠানের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের দৈনিক যুগান্তর। আমি দোয়া করি যুগান্তর আরও এগিয়ে চলুক সামনের দিকে। যুগান্তরের পরিবারের সবার প্রতি রইল আমার দোয়া ও শুভ কামনা।

মনিরা মোস্তফা মিতা

রন্ধনশিল্পী

যুগান্তরের ২৫ বছরে পদার্পণে জানাই অনেক অনেক শুভেচ্ছা। যুগান্তর সব সময় সত্য ও সঠিক বিষয় ফুটিয়ে তোলে। যুগান্তরের এ পদচারণা যুগ যুগ ধরে এভাবেই অবিচল থাকুক আমাদের মাঝে এ দোয়া করি।

জিন্নাত রায়হান সুমি

রন্ধনশিল্পী

যুগান্তরের ২৫ বছরে পদার্পণে যুগান্তরের পরিবারের সবাইকে জানাই শুভেচ্ছা। যুগান্তর সব সময় সাদাকে সাদা ও কালোকে কালো বলে আসছে। সব সময় সত্য ও ন্যায়সঙ্গত বিষয় নিয়ে পত্রিকাটি প্রকাশ করে আসছে। দোয়া করি দীর্ঘ এ পথচলা সামনেও যেন এভাবেই তার সুনাম বয়ে নিয়ে এগিয়ে যায়।

জিনাত সুলতানা

রন্ধনশিল্পী

দৈনিক যুগান্তরের ২৫ বছর পদার্পণ উপলক্ষ্যে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সত্যের সন্ধানে নির্ভীক এ মূলমন্ত্রকে ধারণ করে ইতোমধ্যে যুগান্তর বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় দৈনিক সংবাদপত্র হিসাবে আবির্ভূত হয়েছে। এছাড়া যুগান্তরের অনলাইন ভার্সন ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। যুগান্তরের ঘরেবাইরে পাতার সঙ্গে সুদীর্ঘ বছর ধরে সম্পৃক্ত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে যুগান্তরের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক এ কামনা করছি।

দিল আফরোজ সাইদা

রন্ধনশিল্পী

যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে যুগান্তর পরিবারের কর্মকর্তা, কর্মচারী ও কলাকুশলী সবাইকে জানাই আমার শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন। যুগান্তরের পথচলা দীর্ঘদিনের; আশা করি, আগামীতেও নতুন নতুন আঙ্গিকে কাজ করে যুগান্তরের সুনাম অব্যাহত রাখবে।

শওকত আরা লোপা

ডায়েটিশিয়ান

যুগান্তরের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। এ প্রতিষ্ঠানের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের দৈনিক যুগান্তর। আমি চাই যুগান্তর এগিয়ে যাক যুগ যুগ ধরে সামনের দিকে। যুগান্তরের পরিবারের প্রতি রইল দোয়া ও শুভ কামনা।

আফরোজা খানম মুক্তা

রন্ধনশিল্পী

যুগান্তরের ২৫ বছরে পদার্পণে জানাই অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আশা করি যুগান্তর এভাবেই সব সময় সত্য প্রকাশ করবে এবং সর্বস্তরের মানুষের কথা বলবে। সাধারণ মানুষের পাশে থাকবে। যুগান্তরের সঙ্গে যারা সম্পৃক্ত সবার জন্য রইল আমার প্রাণঢালা ভালোবাসা ও দোয়া।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম