Logo
Logo
×

ঘরে বাইরে

নতুন পোশাকে ঈদ

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন পোশাকে ঈদ

নতুন পোশাক যে কোনো বয়সের মানুষের কাছেই আনন্দের। আর তা যদি হয় ঈদকে কেন্দ্র করে, তবে সে আনন্দ বেড়ে হয়ে যায় দ্বিগুণ। কুরবানির ঈদে সবার জন্য পোশাক কেনা না হলেও বাচ্চাদের জন্য পোশাক কেনেন সবাই। আর নারীরা ঈদে শাড়িতে নিজেকে সাজাতে পছন্দ করেন। পরিবারের সবার বয়স যেমন এক নয়, তেমনি পছন্দটাও এক নয়। ছোটদের জন্য খুব গাঢ় রং যেখানে চাই সেখানে বয়স্ক যারা আছেন তাদের জন্য চাই হালকা রঙের পোশাক। ছোট সদস্যদের জন্য আরামদায়ক পোশাক প্রাধান্য পায়। যারা একটু বড় কিংবা ভার্সিটি বা অফিস করেন তাদের জন্য হালকা ফ্লোরাল প্রিন্ট মানানসই। এছাড়া অনেকে হাতের কাজের জামা পছন্দ করেন বেশি। ছেলেদের ক্ষেত্রে আবার ঈদ মানেই পাঞ্জাবি। গরম যেহেতু ঈদের সময়, তাই পাঞ্জাবির রঙের ক্ষেত্রে সব বয়সের ঘরের সদস্যদের কথা মাথায় রেখে ধূসর, বাদামি, সাদা কিঞ্চিৎ অফ হোয়াট ধাঁচের রং বেঁছে নেওয়াই ভালো।

এছাড়া পাঞ্জাবির কাপড়ের বিষয়ে সুতি কিংবা কটন কাপড় এ সময় বেশি আরামদায়ক। যেহেতু কুরবানির ঈদ মানেই ছোটাছুটি, তাই সুতির চেয়ে আরাম আর কিছুতেই নেই। ঘাম যেমন শুষে নেয় দ্রুত, তেমনি আবার বাতাস প্রবেশ করতে পারে অনায়াসে। বাইরের মতো অন্দরমহলেও থাকে বিশাল ব্যস্ততা। রান্না, বাটা-বাটি, কাটা, বাছা সব কাজ থাকে ছোট বড় ঘরের সবার ওপরে। তাই সুতির কাপড় এ গরমের পোশাক হিসাবে বেছে নেওয়াই ভালো। তবে যখন বাইরে কোনো দাওয়াতে যেতে চাচ্ছেন তখন সুতির জায়গায় কটন কিংবা সিল্ক বেছে নিতে পারেন। জর্জেট এ গরমে এড়িয়ে গেলেই ভালো। তবে যারা শাড়ি পরতে পছন্দ করেন তারা তাঁতের শাড়ি, সুতির শাড়ি কিংবা জর্জেটের শাড়ি আবহাওয়ার ওপর নির্ভর করে বেছে নিতে পারেন। খুব বেশি গরম হলে সুতির শাড়ি বেছে নিন চোখ বন্ধ করে। ঈদে দেশীয় হাউজগুলো সুতির কাপড়ে অনেক ভিন্নতা এনেছে। সালোয়ার কামিজের ক্ষেত্রে পাতলা কাপড় আরামদায়ক। কেবল কাপড়ই নয়, সঙ্গে হালকা সাজ আর কাপড়ের কারুকাজের দিকটাও মাথায় রাখা চাই। গরমে আঁটোসাঁটো পোশাক এড়িয়ে চলতে হবে। ছেলেদের ক্ষেত্রে তাই গোল গলার টি-শার্ট বাসায় ছাড়াও বিকালের আড্ডা কিংবা দাওয়াতের পোশাক হতে পারে। তবে যদি পার্টি থাকে তাহলে অনায়াসে পাঞ্জাবি পরে উদযাপন করতে পারেন এ বারের ঈদ আনন্দ।

নতুন পোশাক ঈদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম