Logo
Logo
×

ঘরে বাইরে

প্রকৃতি

অপরূপ কিছু বিদেশি উদ্ভিদ

Icon

চয়ন বিকাশ ভদ্র

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শৌখিন উদ্ভিদপ্রেমিক ও নার্সারিওয়ালাদের হাত ধরে অনেক উদ্ভিদ আমাদের দেশে চলে এসেছে। ময়মনসিংহের টাউন হল আঙিনায় সম্প্রতি অনুষ্ঠিত বৃক্ষমেলায় বিভিন্ন স্টলে পাওয়া এমন কয়েকটি উদ্ভিদের কথা জানাচ্ছি।

বুনো অ্যালামান্ডা

উদ্ভিদটির নাম বুনো অ্যালামান্ডা। এর আরেক নাম হলুদ ম্যান্ডেভিলা। এ উদ্ভিদটি ইংরেজিতে hammock viper's-tail, licebush, wild allamanda, wild wist yellow mandevilla, yellow dipladenia, ইত্যাদি নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Pentalinon luteum, এটি Apocynaceae পরিবারের উদ্ভিদ। হলুদ ম্যান্ডেভিলা বহুবর্ষজীবী লতাজাতীয় গুল্ম। এটি ক্যারিবিয়ান, হন্ডুরাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের দ্বীপগুলোর স্থানীয় একটি লতা। এ ফুলটি সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হচ্ছে। ফুল অ্যালামান্ডার মতো, রং প্রায় নিয়ন হলুদ। অল্প বয়সে লতানো ঝোপের মতো বেড়ে ওঠে। এটি কাছাকাছি ঝোপঝাড়, গাছ এবং অন্যান্য কাঠামোর ওপর আরোহণ করে বিস্তৃত লতাতে পরিণত হয়। ফুলগুলো প্রায় দুই থেকে তিন ইঞ্চি জুড়ে থাকে। ফুল ফোটে জুন থেকে অক্টোবরে। তবে কাণ্ডের ডগায় সারা বছর ধরে ফুল হয়। গাছটি অ্যালামান্ডার মতো ফুলে ফুলে ছেয়ে যায় না। গাছে সাধারণত সারা বছরই কিছু না কিছু ফুল থাকে। ওলিয়েন্ডার পরিবারের বেশির ভাগ উদ্ভিদের মতো এ গাছের সব অংশ বিষাক্ত।

সাদা ম্যান্ডেভিলা

সাদা ম্যান্ডেভিলা কাষ্ঠল, বহুবর্ষজীবী, আরোহী গুল্ম। উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Mandevilla boliviensis, এটি Apocynaceae পরিবারের উদ্ভিদ। ইংরেজিতে এ উদ্ভিদটি white mandevilla, white Dipladenia, Bolivian dipladenia ইত্যাদি নামে পরিচিত। ফুল সাদা, বড়, ফানেল আকৃতির। উদ্ভিদ ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় ফুল। ফুলের গলা কমলা-হলুদ। ফুল গ্রীষ্মকালে ফোটে। এ উদ্ভিদ ঠান্ডা সহ্য করতে পারে না। পাতা চকচকে ঘন সবুজ, ১০ সেন্টিমিটার লম্বা হয়। আদি নিবাস কেন্দ্রীয় ও দক্ষিণ আমেরিকা। ইংরেজ কূটনীতিক ও উদ্ভিদবিদ হেনরি মেন্ডেভিলের নাম অনুসারে এ উদ্ভিদের নামকরণ করা হয়েছে। মেন্ডেভিল ১৯৩০ সালে আর্জেন্টিনার জঙ্গলে এ ফুল ফুটতে দেখেন। এ উদ্ভিদটি আমাদের দেশেও চলে এসেছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে।

বেগুনি অলকানন্দা

আলঙ্কারিক এ উদ্ভিদটির নাম বেগুনি অলকানন্দা। বেগুনি অলকানন্দা একটি চিরসবুজ, বহুবর্ষজীবী, আরোহী উদ্ভিদ। আলঙ্কারিক উদ্ভিদ হিসাবে জনপ্রিয়। এর বৈজ্ঞানিক নাম Allamanda blanchtii, এটি Apocynaceae পরিবারের উদ্ভিদ। ইংরেজিতে রেড বেল নামে পরিচিত। ফুল সুন্দর, বেগুনি গোলাপি থেকে বেগুনি বর্ণের, ট্রাম্পেট কিংবা ঘণ্টা আকৃতির। পাতা চকচকে সবুজ। সারা বছর ফুল ফোটে। ফুল পাঁচ পাপড়িবিশিষ্ট। আদি নিবাস ব্রাজিল। এছাড়া কেন্দ্রীয় এবং দক্ষিণ ফ্লোরিডা, টেক্সাস এবং উপকূলীয় ক্যালিফোর্নিয়ায় এর বিস্তার ঘটেছে। নার্সারিওয়ালাদের হাত ধরে চলে এসেছে আমাদের দেশে। উদ্যান, বাগান ও টবে রোপণের উপযোগী এ ফুলগাছ। এর কাণ্ড থেকে ফাইবার বা আঁশ পাওয়া যায়। আঁশ রাসায়নিক ট্রিটমেন্টের পর সাদা ও রেশমি হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম