|
ফলো করুন |
|
|---|---|
লা রিভে ‘ফল কালেকশন’
শরতের রং আর ফ্যাশন মৌসুমের ট্রেন্ডি প্যাটার্নের সমন্বয়ে সম্পূর্ণ নতুন ফল কালেকশন ২০২৪ লঞ্চ করেছে লা রিভ। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, “ফল মৌসুমে নস্টালজিক কালার বা রঙের আবেদন অতুলনীয়। এ কারণেই নতুন কালেকশনের নামকরণ করা হয়েছে সেন্টিমেন্টাল। একই সঙ্গে বিশ্বজুড়ে উঠে এসেছে ওভারসাইজ প্যাটার্ন ও লেয়ারিংয়ের ট্রেন্ড। নতুন কালেকশনে লা রিভ কেপ-স্টাইল শ্রাগ, ওভার সাইজ ও ড্রপশোল্ডার টিউনিক, ফ্লেয়ার্ড-ছাঁটের গাউন ও ম্যাক্সি ড্রেস ডিজাইন করেছে। সব মিলিয়ে, ফ্যাশন-সচেতন ও আরামপ্রিয় সব ধরনের ক্রেতার চাহিদা মাথায় রেখে নতুন কালেকশনটি সাজানো হয়েছে।” www.facebook.com/lerevecraye
কে ক্র্যাফট
শরত উপলক্ষ্যে থাকছে নীল-সাদার সম্মিলন। কলকা, ফ্লোরাল, মুঘল, জামদানি, ট্র্যাডিশনাল, টামজারা, মানডালাসহ নানা মোটিফে তৈরি করা এবারের পোশাক সারিতে রয়েছে-শাড়ি, সালওয়ার কামিজ, কুর্তি, টপস, টিউনিক এবং ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, শার্ট। শরতের উষ্ণতায় আরাম আর স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে নেওয়া হয়েছে- কটন, জ্যাকার্ড কটন, ভয়েল, লিনেন, হাফ সিল্ক, অরগাঞ্জা ফ্যাব্রিক। www.kaykraft.com
এলিট লাইফ স্টাইল
দুর্গাপূজাকে সামনে রেখে ‘এলিট লাইফ স্টাইল’ নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। পূজায় একটি স্যুটের অর্ডার করলে পাচ্ছেন আরেকটি স্যুটের মেকিং চার্জ সম্পূর্ণ ফ্রি!! এ ছাড়াও ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের হাফ হাতা শার্ট, ফুল হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ডেনিম প্যান্ট। www.facebook.com/elitelifestyle2020
রঙ বাংলাদেশ
কম্বোডিয়ার বিশ্ব ঐতিহ্যের প্রতীক আঙ্করভাট মন্দিরের নান্দনিক শিল্পশৈলী রঙ বাংলাদেশ-এর প্রেরণা হয়েছে দুর্গোৎসবের আয়োজনে। আঙ্করভাট ছাড়াও রয়েছে আলপনা, টেরাকোটা, পদ্মফুল, পূজার মন্ত্র ও নানা অনুসঙ্গ; যা প্রতিটি পোশাককে করেছে আকর্ষণীয় ও নান্দনিক। উৎসবপ্রেমী বাঙালি দুর্গোৎসবের পছন্দে কালারফুল পোশাককেই প্রাধান্য দিয়ে থাকে। www.rang-bd.com
বিশ্বরঙ
শারদীয় উৎসবে পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসাবে বেছে নিয়েছে দুর্গা প্রতিমার ‘প্রতিকৃতি’, প্রকৃতির নান্দনিক রূপের গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে দুর্গা মোটিফ, মন্ত্র ইত্যাদি। উপস্থাপন করা হয়েছে শাড়ি, পাঞ্জাবি, ধুতি, থ্রিপিস, ফতুয়া, শার্র্ট ইত্যাদির মলিন সার্ফেসে। পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা। আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফনসহ ভিন্ন ভিন্ন বাহারি কাপড় তো থাকছেই। www.bishworang.com.bd
অঞ্জন’স
শারদীয় দুর্গাপূজা উৎসব আরও বেশি উৎসবমুখর ও প্রাণবন্ত করতে অঞ্জন’স এর কালেকশনে থাকছে শাড়ি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, সালোয়ার কামিজসহ বিভিন্ন ধরনের পোশাক। সব বয়সিদের পোশাকের পাশাপাশি থাকছে হাতে তৈরি বিভিন্ন ধরনের গহনা, উপহার ও গৃহসজ্জা সামগ্রী। এবারের কালেকশনে মেয়েদের ফতুয়া ও সালোয়ার কামিজগুলোর প্যাটার্নে নতুনত্ব ও বৈচিত্র্য রয়েছে। সিল্ক, মসলিন, কটন শাড়িগুলোতে ডিজাইনের নতুনত্ব রয়েছে। শাড়ি, সালোয়ার কামিজ ও মেয়েদের টপসের সঙ্গে ম্যাচিং পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া রয়েছে ছেলেদের জন্য। www.anjans.com
সাতকাহন
দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে পোশাকে অনন্য মাত্রা যোগ করেছে এবারের সাতকাহনের পূজা কালেকশন। সাতকাহনের পূজার কালেকশনে এবারের থিম হচ্ছে মাধুবানী আর্ট। ডিজাইনের ক্ষেত্রে উৎসব, ঋতু, সময়, ক্রেতার বয়স ও ক্রয় ক্ষমতা প্রাধান্য দেওয়া হয়েছে। চান্দেরী সিল্ক, সিল্ক, হাফসিল্ক, সুতি ইত্যাদি কাপড়ের তৈরি পোশাকগুলো পাওয়া যাচ্ছে। থিমের সঙ্গে মিল রেখে ডিজাইন, পোশাকের প্যাটার্ন ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গা, রাধাকৃষ্ণ, ফ্লোরাল প্যাটার্ন, মাধুবানী আর্টসহ অনেক কিছু। www.facebook.com/ShatkahonSharee
আইডিএবির সার্টিফিকেট প্রদান
বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে ইন্টেরিয়র ডিজাইনারদের বার্ষিক সাধারণ সভা ও সদস্যদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের স্বনামধন্য ইন্টেরিয়র ডিজাইনার এবং স্থপতি তানিয়া করিম। স্থপতি সজীব জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শফিউল ইসলাম বাবু এবং সেক্রেটারি সৈয়দ কামরুল এহসান। অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইডিএবি সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়াকে বড় অর্জন বলে জানান স্থপতি তানিয়া করিম। অনুষ্ঠানে ৫ ক্যাটাগরির মেম্বার ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সর।
উল্লেখ্য, আইডিএবি বাংলাদেশের একমাত্র সরকার কর্তৃক স্বীকৃত ইন্টেরিয়র ডিজাইনারদের অ্যাসোসিয়েশন।
