চকবাজারের বিয়ের ডালা-কুলা
মুহম্মদ রাসেল হাসান
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুঘল আমল থেকেই চকবাজার বিকশিত হতে শুরু করে। বর্তমানে চকবাজার দেশের অন্যতম ব্যবসাবহুল স্থান। এখানে প্লাস্টিকের খেলনা থেকে শুরু করে বিয়ের সব উপকরণসহ প্রাত্যহিক প্রয়োজনীয় প্রায় সব কিছুর পাইকারি ও খুচরা দোকান রয়েছে। আজ সেখানকার বিয়ের বাহারি উপকরণ সম্পর্কে জানাব।
দোকানগুলো যেন রঙের পসরা সাজিয়ে বসেছে। বিয়ের কী সামগ্রী নেই এখানে! রঙে যেমন চিত্তাকর্ষক, তেমনই বৈচিত্র্যেও অনন্য। বলছি ঢাকার ব্যস্ত, বড় ও অন্যতম মার্কেট চকবাজারের কথা। এতে শতাধিক বিয়ের সামগ্রী বিক্রয়কেন্দ্র রয়েছে। পণ্যে পরিপূর্ণ দোকানগুলোয় সব সময় ক্রেতাদের ভিড় লেগে থাকে। বিয়ের তত্ত্ব বা হলুদের পুতুল কুলা, হলুদের ছাতা কুলা, হলুদের ঘর কুলা, ফুল, রাখি, গ্লাস সেট এবং গাউন টুপি থেকে শুরু করে গয়না পর্যন্ত সব উপকরণই রয়েছে। সরেজমিন দোকানগুলো ঘুরে সবচেয়ে নজর কাড়ে হলুদের কুলাগুলো। পুতুল কুলার ভেতরে বর ও কনে সাজানো দুটো পুতুল, বেশকিছু মাটির বাটি, রঙিন কাপড়ে মোড়ানো ভিত্তি এবং ওপরের গোলকের ওপর কয়েক রঙের ফুল শোভা ছড়াচ্ছে। যেন বিয়ে করে দাম্পত্য জীবনযাপন করছেন দুজন। আর সংসার ভরে উঠেছে সুখ ও অনাবিল আনন্দে। ঘর কুলাগুলোর ভেতরে নান্দনিক ঘর ও বাটি। ঘরের আবার বিভিন্ন ধরন। কোনোটা কুঁড়েঘর, কোনোটা দোতলা, কোনোটা আবার ঘরের সঙ্গে ছাতাসংশ্লিষ্ট। আলাদা শুধু ছাতা কুলা তো আছেই। রয়েছে পালকি আকৃতির কুলাও। প্রত্যেকটির ডিজাইন রয়েছে অসংখ্য। ফুল ছাড়া পুঁতি দিয়ে মোড়ানোও আছে। ত্রিভুজ, চতর্ভুজ, ষড়ভুজসহ কত ধরনেরই না বাহারি ডালা-কুলা।
আশি, নব্বই দশক এবং দুহাজার সাল পেরিয়ে আমরা যখন ২৪ সালে আসছি-তখন কাগজ, বাঁশ-বেত এবং প্লাস্টিকের ডালা-কুলা ছাড়িয়ে আসা এ অত্যাধুনিক ঘরানার ডালা-কুলা দিয়েই বেশির ভাগ গায়ে হলুদ এবং বিয়ের তত্ত্ব পাঠানো ও পরিবেশন করা হচ্ছে।
চক সার্কুলার রোডে শামীম ট্রেডার্স ৫০ বছর ধরে বিয়ের উপকরণ বিক্রি করছে। ১৬ বছর ধরে কর্মরত আছেন মো. ইনজামামুল হক। তার কাছ থেকে জানা যায়, দিনদিন মানুষ আধুনিক হওয়ায় ট্রেন্ডি ডালা-কুলার চাহিদা বাড়ছে। তিনি জানান, তাদের দোকান থেকে এসব উপকরণ খুচরা ও পাইকারি দেশের সর্বত্র পাঠানো হয়। এছাড়া কানাডা, ইউএসএ এবং ভারতেও একাধিকবার অর্ডারের ভিত্তিতে পাঠানো হয়েছে। বলা যায়, পোশাক থেকে শুরু করে বোর্ড ডালা, বেত ডালা, বাটান লেস ডালা, কোলকা ডালা, ফোম ডালা এবং ফুলসহ বিয়ের উপকরণে ঐতিহ্যবাহী চকবাজারের জুড়ি নেই।
