|
ফলো করুন |
|
|---|---|
শীতে বড়দের থেকেও বেশি সচেতন থাকা জরুরি শিশুর ক্ষেত্রে। কারণ তারা আমাদের মতো নয়, নিজের যত্ন নিজে নিতে পারে না। তাই তো শিশুর সব খেয়াল রাখতে হয় তার অভিভাবককে। যে কারণে প্রকৃতিতে শীত জেঁকে বসার আগেই শিশুর শীতের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এসময় শিশুর খাবার থেকে শুরু করে পোশাকসহ সব কিছুতেই বাড়তি সতর্কতা থাকা চাই। কারণ একটু এদিক-সেদিক হলেই ঠান্ডা লেগে শিশুর শরীরে নানা অসুখ বাসা বাঁধার ভয় থাকে। তাই ঠান্ডার হাত থেকে শিশুকে রক্ষা করতে ব্যবস্থা করতে হবে তার জন্য উপযোগী ও আরামদায়ক শীতের পোশাকের। কেমন হবে শিশুর শীতের পোশাক? লিখছি সে কথাই।
নকশা কিংবা রং
শিশুর পৃথিবীটা একটু বেশিই রঙিন। তারা রঙিন সব কিছু পছন্দ করে। শিশুর কল্পনার জগতে কত রং-বেরঙের প্রজাপতি উড়ে বেড়ায়! তাই তো পোশাকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম দেখা যায় না। শীতে শিশুর জন্য একটু রঙিন পোশাকই বেছে নিন। এতে তাকে দেখতে যেমন সুন্দর লাগবে তেমনই পোশাকটি তার পছন্দেরও হবে। কারণ শিশুরা রং বেশি ভালোবাসে। সেই সঙ্গে খেয়াল রাখবেন, শিশুর পোশাকের নকশা যেন আকর্ষণীয় হয়। মেয়ে শিশু হলে তার শীতের পোশাকে রং-বেরঙের ফুল, লতা-পাতা ইত্যাদি থাকতে পারে। আবার ছেলে কিংবা মেয়ে উভয় শিশুর ক্ষেত্রে পছন্দের কার্টুন চরিত্র, ছড়া-কবিতার লাইন ইত্যাদিও থাকতে পারে।
ব্যাটম্যান, হ্যারি পটার, আয়রন ম্যান, ডোরেমন, স্পাইডারম্যান, পোকেমনের নকশা করা শীতের পোশাক শিশুরা বেশি পছন্দ করে। শিশুর শীতের পোশাকে ডেনিমের জনপ্রিয়তা বেড়েছে গত কয়েক বছরে। এখন ডেনিমের ওপরই নানা ধরনের নকশা করা শীতের পোশাক পাওয়া যাচ্ছে শিশুর জন্য। আবার শীতের পোশাক মানেই যে জ্যাকেট কিংবা সোয়েটার, সে ধারণাও অনেকটা বদলে গেছে। মেয়েদের ক্ষেত্রে ফ্রক, কার্ডিগান, স্কার্ট তো রয়েছেই; এছাড়া ছেলেমেয়ে উভয় শিশুর জন্য রয়েছে জ্যাকেট, ওভারকোট, হুডি ইত্যাদি। এরপর আসে কানটুপি আর মাফলারের পালা। এগুলোও শিশুদের জন্য পাওয়া যাবে পছন্দের রং ও নকশায়।
আরও যা কিছু
জ্যাকেটের সঙ্গেই যে হুডি যোগ করা থাকে, সেগুলো এখন শিশুদের কাছে বেশ পছন্দনীয়। শুধু জ্যাকেট নয়, সোয়েটারের সঙ্গেও হুডি যোগ করা হচ্ছে অহরহ। শিশু যদি টুপি ব্যবহার করতে না চায় তবে চাইলে যেন খুলে রাখতে পারে, সে ব্যবস্থাও থাকে। শীতে যেহেতু অনেক বিয়ের দাওয়াত থাকে, তাই এ সময় শিশুর জন্য ব্লেজার বেশ একটি কাজের পোশাক হতে পারে। শিশু বলে কি সে ফরমাল পোশাক পরবে না? নানা বয়সি শিশুর জন্য ব্লেজার কিনতে পাবেন বাজারে। সেই সঙ্গে মিলিয়ে কিনতে পারেন টাই-ও। শীতের সময় শিশুর আরও যা প্রয়োজন তা হলো মোজা আর টুপি। বাজার ঘুরলেই নানা রং ও নকশার মোজা টুপি পেয়ে যাবেন। এ ধরনের সব কিছু পাওয়া যাবে সহজলভ্য দামেই।
শিশুকে শীতের হাত থেকে রক্ষা করার জন্য আপনার আন্তরিকতা সবার আগে প্রয়োজন। কেবল নিজের সন্তানই নয়, বরং যেসব শিশু সামর্থ্যহীন তাদেরও একটি করে শীতের পোশাক কিনে দিন আপনার সামর্থ্য অনুযায়ী। হতে পারে সে আপনার নিকটাত্মীয় কেউ, হতে পারে গৃহকর্মীর সন্তান কিংবা হতে পারে পথশিশু। আপনার একটুখানি উষ্ণতাভরা উপহার তাদের রক্ষা করবে শীতের নিষ্ঠুরতা থেকে। যত্ন, মায়া ও ভালোবাসা ভরা ওম এভাবেই ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে।
