খোঁজখবর
মিরপুরের নিউ মার্কেট, হোপ মার্কেট
মুহাম্মদ শফিকুর রহমান
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বৃহত্তর মিরপুর এলাকায় কেনাকাটার জন্য মার্কেট, দোকানের অভাব নেই। এরই মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে মিরপুর দশের হোপ স্কুল সংলগ্ন প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা হোপ মার্কেট। স্থায়ী দোকান, অস্থায়ী দোকান, ভ্যানে নানা ধরনের পোশাক বিক্রি হয়। পাওয়া যায় ঘর সাজানোর নানা সামগ্রী। হোপ মার্কেট জনপ্রিয় হওয়ার সবচেয়ে বড় কারণ, এখানে অন্য সব মার্কেটের তুলনায় একটু কম দামে কাপড়সহ নানা জিনিসপত্র কেনা সম্ভব। মিরপুর দশের বি ব্লকের এগারো নম্বর সড়কে অবস্থিত, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পাশে বলে নাম হয়ে গেছে হোপ মার্কেট। প্রায় ১৫ বছর আগে হাতেগোনা কয়েকটি দোকান দিয়ে ই -মার্কেটের শুরু। এরপর মেট্রোরেল হওয়ার পর মানুষের আনাগোনা আরও বেড়েছে। হোপ মার্কেটকে মিরপুরের নিউ মার্কেট বলা হয়। নিউ মার্কেটের মতো এখানে সংগ্রহ অনেক বেশি। ক্রেতার সংখ্যাও নেহাত কম নয়। সব মিলিয়ে এখানের দোকানের সংখ্যা শতাধিক। কুর্তা, জিনস, জুতা, ব্যাগ, বিছানার চাদর, শাড়ি থেকে শুরু করে বাসনকোসন, ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের পোশাক, শীতের শাল, মাফলার, টুপিসহ সব এখানে পাওয়া যায়। আছে অনেক খাবারের দোকান। শপিং করতে গিয়ে ক্ষুধা লাগলে কিছু খেয়ে নিতে পারবেন। কুর্তা ও কামিজের দাম ৩৫০ থেকে শুরু করে ৯০০ টাকা। টপ, শার্ট আছে ১৫০ থেকে ৬০০ টাকার মধ্যে। ওড়না ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে পাবেন। প্যান্ট, পাজামার দাম ২০০ থেকে ৫০০ টাকা। গজ কাপড় সর্বনিম্ন ৬০ টাকা। বিক্রেতারা জানান, এখানের বেশিরভাগ পণ্য পাইকারি দামে বিক্রি হয়। তবে ক্রেতাদের অবশ্যই দামাদামিতে পারদর্শী হতে হবে।
হিল, কেডস, স্লিপার জুতা পাওয়া যায় এখানে। আছে চুমকির কাজ করা নাগরা ও জুত্তি। জুতার দাম পড়বে ৪০০ থেকে ৮০০ টাকার মধ্যে। নাগরা পাওয়া যাবে ২০০ থেকে ৩৫০ টাকায়। হোপ মার্কেটে ব্যাগের দোকানে বিভিন্ন ধরনের হাতব্যাগ ও পার্স পেয়ে যাবেন ১০০ থেকে ৫০০ টাকায়। বিভিন্ন ধরনের কথা লেখা ও ছবি আঁকা টোটব্যাগ পেয়ে যাবেন ২০০ থেকে ২৫০ টাকায়। বাসায় সিরামিকের জিনিসের দরকার, হোপ মার্কেটে চলে যেতে পারেন। এখানকার দোকানগুলোর কালেকশন অনেক ভালো। ১০০ থেকে ২০০ টাকার মধ্যে নানা ডিজাইনের মগ পাবেন। বাটি আছে ১২০ থেকে ২০০ টাকার মধ্যে প্রতি পিস। এছাড়া সার্ভিং ডিশও কিনতে পারেন। বাজেট ৪০০ থেকে ৫০০ টাকা রাখলে ভালো হবে। সাজসজ্জার জিনিসপত্র না কিনলে তো অনেকের শপিংই সম্পূর্ণ হয় না। এমন গ্রাহকরা টিপ, কাজল, আইলাইনার, লিপস্টিক, লিপলাইনার পেয়ে যাবেন ১০০ টাকায় হোপ মার্কেটে।
সতর্কতা : হোপ মার্কেটের ভ্যান থেকে যাই কিনুন না কেন একটু দরদাম করে নিতে হবে। ক্রেতা নতুন বুঝতে পারলে এরা বেশি দাম চেয়ে বসে। স্থায়ী দোকানগুলোতে জামা, পায়জামার দাম একটার সঙ্গে অপরটার খুব বেশি পার্থক্য হয় না। বন্ধের দিনে ভিড় একটু বেশি হয়। পকেটমার থেকে ব্যাগ সাবধানে রাখতে হবে। বিকাল থেকে মূলত মার্কেটে বেচাবিক্রি জমে ওঠে।
যেভাবে আসবেন : মিরপুরের যে কোনো এলাকা থেকে রিকশা, বাসে করে হোপ স্কুলের রাস্তার মাথায় নামলেই হবে। মেট্রো রেলে এলে দশ নম্বর স্টেশনে নেমে হেঁটেই আসতে পারেন। মিরপুর দশ থেকে চৌদ্দর দিকে যেতেই পথে এ হোপ মার্কেট।
