কোথায় পাবেন বিয়ের সামগ্রী
ফারিন সুমাইয়া
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শীতের মৌসুম মানেই বিয়ের মৌসুম। মেহেদি, হলুদ, বিয়ে, বউভাতসহ নানা পর্বের আয়োজনে লাল টুকটুকে শাড়িতে সাজে বউ আর শেরওয়ানি, পাগড়ি মাথায় বর। তাই বিয়ের এ উৎসবকে কেন্দ্র করে অনেক আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। কোথায় হবে অনুষ্ঠান আর কীভাবে সাজানো হবে সব কিছু, এসব নিয়ে দফায় দফায় বসে গোলটেবিলে আলোচনা। এক একজনের কাঁধেও পড়ে এক এক দায়িত্ব। সময় অল্প অল্প করে কমতে থাকলে বাড়তে থাকে কাজের চাপ। তাই হলুদ, বিয়ে কিংবা গায়ে হলুদের অনুষ্ঠানের প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় পাবেন জানা থাকলে খুব সহজেই কেনাকাটার পর্ব শেষ করা যায়।
বিয়ের মূল আকর্ষণ শুরু হয় গায়ে হলুদের পর্ব থেকে। তাই বর কিংবা কনে পক্ষের মিলিয়ে কিনতে হয় শাড়ি নয়তো পাঞ্জাবি। শীতের এ সময় পাঞ্জাবির সঙ্গে কটি মানায় ভালো। আর যেহেতু হলুদ তাই সাজের সব কিছুতেই থাকে কাঁচা ফুলের ছোঁয়া। গাঁদা ফুলেই বেশির ভাগ অংশ সাজিয়ে তোলা হয়। কাঁচা হলুদ রঙের গাঁদা ফুলের সঙ্গে হালকা হলুদ, লাল গোলাপ আর সাদা বেলি ফুলের শুভ্রতা হলুদ সন্ধ্যাকে আরও প্রাণবন্ত করে তোলে। অন্যদিকে কনের সাজেও থাকে ফুলের ছোঁয়া। কানে, হাতে কিংবা গলায়ও ফুলের আর হাতের কাজের মালার ভিন্নতা নজর কাড়ে। এ ক্ষেত্রে প্লাস্টিকের ফুলের চাহিদাও বর্তমানে অনেক। সাজের তালিকায় এরপরই আসে হলুদের ডালা। এক এক ডালার সাজ এক এক ধরনের। কিছু ডালা বর-কনের পালকির আদলে সাজানো আবার কিছু গোল, খোলা আবার কিছু ডালা কুলার আদলে জরি দিয়ে সাজানো।
এদের আবার ওপর থেকে রেশমি সাদা কাপড়ে ঢেকে রাখার ব্যবস্থাও থাকে। হলুদের অনুষ্ঠানের পরই আসে বিয়ের মূল আয়োজন। শাড়ি কিংবা শেরওয়ানি আর পাগড়ি ছাড়া বিয়ের সাজ অসম্পূর্ণ। আর তার সঙ্গে মিলিয়ে জুতা জোড়া। বিয়ের আরেকটি আকর্ষণ বিয়ের গাড়ির সাজ। ফুল দিয়ে গাড়ি সাজানোর ক্ষেত্রে অনেকেই পছন্দ করেন ভারি সাজ আবার কেউ অল্প ফুলে খুব সিম্পল সাজ। আর এসব কিছু সাজের সামগ্রী থেকে শুরু করে পোশাকের ভিন্ন ভিন্ন কালেকশন আপনি পেয়ে যাবেন এলিফ্যান্ট রোডের দোকানগুলোয়।
এছাড়া রাজধানী মার্কেটের নিচতলার অংশেও পাবেন ছোট ছোট বেশ কিছু দোকান। তবে এলিফ্যান্ট রোডের অংশেই বেশ লম্বালল্বিভাবে সাজানো দোকানগুলোতেই পাবেন সব কিছু। তবে কাঁচা ফুলের ক্ষেত্রে শাহবাগে যেতেই হবে আপনাকে। এখানে আপনি মনের মতো পছন্দ করে দামাদামি করে কিনে নিতে পারবেন আপনার জীবনের অন্যতম বিশেষ দিনের সাজের ফুলের নানা সমাহার। এর পাশাপাশি যমুনা ফিউচার পার্কেও বিয়ের সাজের বেশ ভিন্ন ধারার কালেকশন পেয়ে যাবেন হাতের কাছেই।
