Logo
Logo
×

ঘরে বাইরে

ব্যান্ডসংগীত ও বাইকপ্রেমীদের জন্য

Icon

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুজুকি মোটরবাইক, বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেলকে সঙ্গে নিয়ে বাইকার ও সংগীতপ্রেমীদের জন্য এক মিউজিক ভিডিও প্রকাশ করেছে। বাইকারদের ভালোবাসা ও প্রতিশ্রুতি থেকে অনুপ্রাণিত এ গানটিতে উঠে এসেছে স্বাধীনতা, উন্মাদনা এবং জীবনের আনন্দ। এ মিউজিক ভিডিওতে সুজুকি মোটরবাইকের দৃষ্টিনন্দন উপস্থিতির সঙ্গে আর্টসেলের মিউজিক এক নতুন মাত্রা যোগ করেছে। সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদের ক্যারিশম্যাটিক উপস্থিতি, উদ্যমী চরিত্র এবং অ্যাডভেঞ্চারপ্রেমী মনোভাব বাইকারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। তরুণদের সঙ্গে তার অসাধারণ সংযোগ এ প্রজেক্টকে করেছে আরও আকর্ষণীয়। সুজুকি মোটরবাইকসের এ উদ্যোগ কেবল একটি মিউজিক ভিডিও-ই নয়, বরং এটি জীবনযাত্রা, স্বাধীনতা ও আবেগ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম