|
ফলো করুন |
|
|---|---|
পোশাকের ভিন্নতায় নিজেকে সাজাতে পছন্দ করেন সবাই। নান্দনিক সব ডিজাইন আর রুচিশীল হাল ফ্যাশনে ঋতুভেদে আছে বৈচিত্র্য। নিজেকে একটু আলাদাভাবে দেখতে শীতের এ ঋতু তাই সবার কাছেই পছন্দের হয়ে থাকে। খুব ঝামেলা ছাড়াই যে কোনো পোশাক ক্যারি করা যায় শীতের মৌসুমজুড়ে। শুধু খেয়াল রাখতে হবে উষ্ণতার বিষয়টি। সেই শীতকে লাগাম দিতেই আবার উলের, পশমের কিংবা ভারী কাপড়ের কতনা ভিন্নতা নিয়ে ডিজাইন করা হয় এক একটি পোশাক। দৈনন্দিন সব কাপড়ের ওপরে শীতের পোশাক আপনাকে ফ্যাশনের উষ্ণতায় ঢেকে রাখে। একটা সময় কেবল সোয়েটার, চাদর শীতের অনুষঙ্গ হলেও সময়ের সঙ্গে সঙ্গে পোশাকের এ পছন্দের দিকেও ভিন্নতার হাওয়া লেগেছে অনেকখানি। এখন শীতের পোশাক কেবল উষ্ণতার জন্যই না বরং ফ্যাশনের ক্ষেত্রে আপনি কতখানি রুচিশীল ব্যক্তি তা তুলে ধরে। তাই হাল ফ্যাশনেও যুক্ত হয়েছে অনেক অনেক পোশাকের নাম আর তার সঙ্গে নতুনত্বের ছোঁয়া। ক্যাজুয়াল কিংবা অফিসিয়াল দুই আউটলুকেই মানায় এমন অনুষঙ্গকেই বেশি পছন্দ করছেন এ সময়ের তরুণ-তরুণীরা। আর এ তালিকায় জ্যাকেট তার জায়গা করে নিয়েছে সব ধরনের শীতের পোশাককে ছাপিয়ে।
জ্যাকেট লেদারের কিংবা ডেনিমের দুই ধরনেরই বেশি হয়ে থাকে। তবে শীতের এ সময় লেদারের জ্যাকেটের চাহিদা থাকে সবচেয়ে বেশি। ছেলে এবং মেয়ে উভয়েই পরতে পারে বিধায় জ্যাকেটের ক্ষেত্রে চাহিদা বাড়ছে দিনকে দিন। ওয়েস্টার্ন কিংবা রেগুলার কামিজ, শাড়ির সঙ্গেও অনেকেই ফ্যাশন ট্রান্ড্রি এ পোশাকটি বেছে নেন। মেয়েদের ক্ষেত্রে নেক প্লেইন লেদারের এসব জ্যাকেটে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। সামনের অংশে গোল গলার অংশটুকু বন্ধ থাকলেও বুকের অংশটুকু খোলা থাকে। হাতার দিকটাতেও থাকে নানা ধরনের কাজ। ছেলেদের ক্ষেত্রে সম্পূর্ণ চেইনের অংশ থাকে বুকের অংশজুড়ে। এছাড়া দুটি পকেট ওপরে আর নিচের দিকের অংশেও থাকে। কলার সিস্টেম গলার অংশ হওয়াতে গোল গলার মোটা গেঞ্জির সঙ্গেও পরতে পারেন শীতের এ পোশাকটি। তবে শীতের মাত্রা বেশি হলে ওপরে শাল কিংবা চাদর জড়িয়ে নিতে পারেন। মোটা লেদারের জ্যাকেটে শীত মানিয়ে যায় সহজেই। ভেতরে বাতাস প্রবেশের কোনো পথ না থাকায় যারা লং জার্নি করবেন ভাবছেন কিংবা শীতে ভ্রমণ করেন তারা জ্যাকেটকে শীতের সঙ্গী করে নিতে পারেন।
কোথায় পাবেন : যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, রাজলক্ষ্মী, গাউছিয়াসহ আপনার আশপাশের যে কোনো শপিংমলে। দাম : ৩০৫০ টাকা থেকে শুরু করে ১০৫০০ টাকা কিংবা কাপড়ের মানভেদে আরও বেশিও হতে পারে।
