মায়ের একধার দুধের দাম/ কাটিয়া গায়ের চাম/...। ফকির আলমগীরের গাওয়া গানটি আসলেই যথার্থ। মায়ের ঋণ কখনো শোধ হওয়ার মতো নয়। তবে মায়ের জন্য সন্তানের ছোট্ট একটি উপহারও পরিণত হতে পারে অমূল্য সম্পদে। সেই উপহার যদি মা দিবসে দেওয়া হয় তাহলে তো আরও আনন্দের হয়। সেইসঙ্গে ছোট্ট একটি উপহার বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে পারে। চলুন জেনে নেওয়া যাক মা দিবসে মাকে চমকে দিতে কী কী উপহার দেবেন-
শাড়ি : বাঙালি মায়েদের সবচেয়ে পছন্দের পোশাক নিঃসন্দেহে শাড়ি। শাড়ি পেলে খুশি হবেন না, এমন নারী হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। তাই মাকে এমন একটি শাড়ি কিনে দিন, যেটি তার খুব বেশি পছন্দ বা শখের। শাড়ির রং বা ম্যাটেরিয়াল যেন মায়ের পছন্দসই হয়, সেদিকে খেয়াল রাখবেন। আপনার মায়ের পছন্দ-অপছন্দ তো আপনারই ভালো জানার কথা, তাই না!
পারফিউম : পারফিউম পছন্দ করে না এমন মানুষ কম আছে। অল্প টাকায় উপহার দেওয়ার জন্য এটি দারুণ উপহার। এ গরমে আপনার মায়ের পছন্দের সুগন্ধি জানা থাকলে সেটাই এবারের মা দিবসে আপনার মায়ের জন্য উপহার হিসাবে নির্বাচন করুন।
ব্যাগ : আপনার মা যদি কর্মজীবী হন, তাহলে একটি ভালো ব্যাগ উপহার দিন। এতে আপনার মা যেমন চমকে যাবেন, তেমনি আনন্দও পাবেন।
গয়না : গয়না পছন্দ করেন না, এমন নারীর সংখ্যা কমই। বিশেষ করে মায়েদের কাছে গয়না অনেক পছন্দের। খুব বেশি দামি গয়না কেনার সামর্থ্য আপনার না-ই থাকতে পারে, তাতে কী! মাকে ছোটখাটো কোনো গয়নাও যদি কিনে দেওয়ার সামর্থ্য থাকে তাহলে সেটাই করুন। আপনার দেওয়া ছোট্ট কানের দুল, নাকের ফুল মায়ের কাছে অমূল্য উপহার হয়ে থাকবে।
হাতঘড়ি : আপনার মা যদি হাতে নিয়মিত ঘড়ি পরেন কিংবা অনুষ্ঠান, উৎসবে ঘড়ি পরে থাকেন তাহলে ঘড়ি হতে পারে আপনার মায়ের জন্য দারুণ একটি উপহার।
বই : বই পড়ার শখ অনেক মায়েদেরই আছে। আপনার মায়েরও যদি এমন শখ থাকে, তাহলে মায়ের পছন্দের লেখক কে তা জানুন। কোন ধরনের বই তার বেশি পছন্দ, জেনে নিন। এরপর তার পছন্দের তালিকা ধরে বই কিনে তাকে চমকে দিন।
চকলেট : অনেকের মা আছেন চকলেট পছন্দ করেন। তাদের জন্য চকলেট হতে পারে দারুণ উপহার। অল্পতেই খুশি হয়ে যাবেন আপনার মা।
নিজ হাতে তৈরি কার্ড : সন্তানের হাতে তৈরি যে কোনো সাধারণ জিনিসই মায়ের জন্য হতে পারে অসাধারণ উপহার। তাই মা দিবসে মাকে একটি সুন্দর কার্ড তৈরি করে দিন। আপনি চাইলে ইউটিউবে ভিডিও দেখে শিখে নিতে পারেন।
ফুল : অনেকেই চাকরি করেন না, পকেটে টাকাও থাকে না। মায়ের জন্য তেমন দামি কিছু কেনার সামর্থ্য নেই। তাদের মাকে দেওয়ার জন্য ফুল হতে পারে সুন্দর একটি উপহার। ফুল ভালোবাসে না এমন মানুষ কমই আছে। তাই আপনার মায়ের কাছে আপনার দেওয়া ফুলটি লক্ষ-কোটি টাকার উপহারের চাইতেও বেশি মনে হবে।
গাছ : উপহার হিসাবে খুব ভালো একটি বিষয় হতে পারে গাছ। মায়েরা সবুজ প্রকৃতি পছন্দ করবেনই। তা ছাড়া অনেকের মায়ের গাছ, বাগান এসবই একটা শখ। আপনার মা যে ধরনের গাছ পছন্দ করেন, তা উপহার দিতে পারেন। নিজের হাতে গাছের টব সাজিয়ে দিতে পারেন বা পছন্দসই অর্ডার করে আনতে পারেন। বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট উপহার দিতে পারেন মাকে ঘর সাজানোর জন্য।
রান্নার সরঞ্জাম : দিনের অনেকটা সময়জুড়ে আমাদের মায়েরা রান্নাঘরে থাকেন। যত্ন করে পরিবারের জন্য রান্না করে থাকেন। চেষ্টা করেন সবচেয়ে মজাদার খাবারটি আমাদের তৈরি করে খাওয়াতে। তাই রান্নার কাজে সাহায্য হয় এমন যে কোনো সরঞ্জাম উপহার দিতে পারেন মাকে। আর আপনার মা যদি রান্নাপ্রিয় হয়ে থাকেন তাহলে তো এটাই হবে তার জন্য চমকপ্রদ উপহার।
ভিডিও বা ফটো অ্যালবাম : মায়ের সঙ্গে আপনার কাটানো সেরা কিছু মুহূর্তের ভিডিও বা ফটো অ্যালবাম উপহার দিতে পারেন। অনেক দিন পর সেই ভিডিও বা ছবিগুলো মাকে দেখালে তা এক অবিস্মরণীয় মুহূর্তের জন্ম দিতে পারে। এবং এটিই উনার জন্য সেরা উপহার হতে পারে।
তবে এত কিছুর ভিড়ে আসল উপহার দিতে ভুলে যাবেন না কিন্তু। মাকে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেলে হৃদয়ের গভীর থেকে বলুন, ‘মা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি’। একজন মায়ের জন্য এটি অন্য সব উপহারের চাইতে আলাদা।