Logo
Logo
×

ঘরে বাইরে

অনলাইন কুরবানি হাট

Icon

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদুল আজহায় বেঙ্গল মিট অনলাইন কুরবানি হাট আনুষ্ঠানিকভাবে চালু করেছে। প্রধান কার্যালয় থেকে দেওয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এবারও গ্রাহকদের জন্য নিরাপদ, সুবিধাজনক ও সম্পূর্ণ শরিয়াহ সম্মত কুরবানির অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। qurbani.bengalmeat.com-এ প্রবেশ করে ক্রেতারা খুব সহজেই গরু, খাসি ও ভেড়া কিনতে পারবেন-একক বা শেয়ার কুরবানির যে কোনো একটি অপশন বেছে নিয়ে। এ ক্যাম্পেইনের প্রকল্প ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, “ধর্মীয় মূল্যবোধ, খাদ্য নিরাপত্তা ও গ্রাহকের আরাম-এ তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েই পুরো প্রক্রিয়া সাজানো হয়েছে।”বেঙ্গল মিটের অনলাইন কুরবানি হাট ক্রেতাদের ভিড়ভাট্টা পশুর হাট, খোলা জায়গায় কুরবানি, কিংবা অস্থায়ী কসাই ব্যবস্থার ঝামেলা থেকে মুক্তি দিয়ে একটি আধুনিক ও শরিয়াহসম্মত সমাধান দিচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম