ট্রেন্ডি ও ট্র্যাডিশনাল লুকের নান্দনিক দ্য মসলিন

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঈদে নতুন পোশাকের অপেক্ষায় থাকেন সবাই। এবারের কুরবানি ঈদকে সামনে রেখে নতুন পোশাকের সম্ভার সাজিয়েছে দ্য মসলিন। রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানের লবি পেরিয়ে একটু এগুলোই লাইফস্টাইল ব্র্যান্ড দ্য মসলিনের অবস্থান। ফ্যাশন সচেতন ব্যক্তিদের জন্য ব্র্যান্ডটি নিয়ে এসেছে বাহারি সব ট্রেন্ডি ডিজাইনের আউটফিট। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের মিশ্রণে এবারের ঈদ আয়োজনটি সাজানো হয়েছে। এবারের কুরবানি ঈদের সময়ের আবহাওয়ার কথা মাথায় রেখে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক ও মসলিন, টাঙ্গাইলের তাঁত শাড়ি, মৌলভীবাজারের মনিপুরি শাড়িকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়াও রয়েছে ঢাকার বেনারসি পল্লির বেনারসি, রূপগঞ্জের জামদানি, খাদি, নকশি কাঁথার তৈরি শাড়ি, কুর্তি, ব্লাউজের মতো ট্রেন্ডি পোশাকের সমাহারও।