আয়োজন
বাংলাদেশ সফরে ইউনিভার্স আমেরিকাস তাতিয়ানা

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সম্প্রতি মিস ইউনিভার্স আমেরিকাস ও মিস পেরু ২০২৪ তাতিয়ানা কালমেল ৩ দিনের সফরে বাংলাদেশ এসেছিলেন। এ প্রথমবারের মতো কোনো বর্তমান মিস ইউনিভার্স মুকুটধারীর বাংলাদেশে আসা এটি। সফরটি আয়োজন করেছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। এ উপলক্ষ্যে ৭ মে ২০২৫, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ প্রেস কনফারেন্সে ২০২৫ সালের জুলাই মাসে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা এবং নতুন মিস ইউনিভার্স স্কিনকেয়ার প্রোডাক্টসের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে তাতিয়ানা কালমেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং মিস ইউনিভার্স প্ল্যাটফর্মের আন্তর্জাতিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান সম্পর্কে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক ও আয়োজক মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘মিস ইউনিভার্স শুধু একটি সুন্দরী প্রতিযোগিতা নয়, এটি একটি বৈশ্বিক মঞ্চ যেখানে বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্যকে উদযাপন করা হয়।’