Logo
Logo
×

ঘরে বাইরে

কানের লাল গালিচায় ভিন্ন ফ্যাশনে তারার মেলা

Icon

সেলিম কামাল

প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তারকা আর তাদের ভক্তদের চোখ এখন চলতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়। দুই সপ্তাহব্যাপী ৭৮তম এ উৎসবে বসেছে তারার মেলা। তাদের মধ্যে চলছে ফ্যাশন প্রদর্শনের প্রতিযোগিতা। কিছু নিষেধাজ্ঞা থাকার কারণে এবার তাদের পোশাকে দেখা যাচ্ছে কালো-সাদার আধিক্য। নিষেধাজ্ঞা ভেঙে প্রথম দিনেই আলোচনায় আসেন অন্যতম জুরি সদস্য হলিউড অভিনেত্রী হ্যালি বেরি। তাকে পোশাক পরিবর্তন করে লাল গালিচায় ফিরে আসতে বাধ্য করা হয়। এবার তিনি পরে এলেন কালো স্কিনটাইট টপসের সঙ্গে গোলাপি পোশাক। পোশাক তো নয়, একখণ্ড কাপড়ের স্তূপ।

ফ্রান্সের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আনুষ্ঠানিক উদ্বোধনের দিন থেকেই জ্বলজ্বল করতে থাকে লাল গালিচা। রবার্ট ডি নিরো, লিওনার্দো ডি ক্যাপ্রিও, জুলিয়া গার্নার, ইভা লঙ্গোরিয়া, বেলা হাদিদের মতো তারকারা ছিলেন সেই অনুষ্ঠানে। এরপর একে একে গ্ল্যামারাস ফ্যাশনে সমৃদ্ধ হতে থাকে কানের লাল গালিচা। মূল প্রতিযোগিতার জুরি প্রেসিডেন্ট অস্কার ও বাফটাজয়ী ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোচি ছবি তুলেছেন কালো গাউন আর টপ্সে। বাফটাজয়ী আমেরিকান অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ছিলেন শাদায় মোড়ানো। তবে টেনিস হাফপ্যান্টের ওপর তিনি পরেছেন ফুলহাতা কোট। ব্রাজিলীয় মডেল আলেজান্দ্রা অ্যাম্ব্রোসিও ছিলেন আকর্ষণীয় সবুজ পোশাকে। ‘আ ডার্ক ট্রুথ’খ্যাত হলিউড অভিনেত্রী ও প্রযোজক ইভা লঙ্গোরিয়াও নজর কেড়েছেন উৎসবের দর্শকদের। ডিপ গ্রিনে চকমকে গাউনে নিজেকে সাজিয়েছেন তিনি। এ পোশাকে নতুনত্ব এনেছে নেকটাইড ক্রসবেল্ট। উৎসবে এবার প্রিমিয়ার হয়েছে ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত সিনেমা ‘মিশন : ইম্পসিবল-দ্য ফাইনাল রিকনিং’-এর। এ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন টম ক্রুজের পুরো টিম। সাদাকালো স্যুটেডবুটেড এ তারকার সঙ্গে অনুষ্ঠানে ছিলেন তার নায়িকা হেইলি অ্যাটওয়েল, ফ্রেঞ্চ অভিনেত্রী পম ক্লেমেনটিফ প্রমুখ। হেইলি এসেছিলেন ফেইরি লাল গাউনে। আর পমের পছন্দ ছিল আপাদমস্তক সাদা।

অদ্ভুত গোলাপি গাউনে সেজেছিলেন জার্মান ফ্যাশন মডেল হেইডি ক্লাম আর হালকা কফি কালারের গাউন পরেছিলেন ব্রাজিলীয় সুপার মডেল ইসাবেলি ফন্টানা। সাদামাটা ডিপ গোলাপি গাউনে পোজ দিয়েছেন ফ্রেঞ্চ অভিনেত্রী ও প্রযোজক এবং এবারের কান উৎসবে একটি বিশেষ ক্যাটাগরির প্রতিযোগিতার জুরি প্রেসিডেন্ট জুলি গায়েট। অস্ট্রেলীয় মডেল শানিনা শেক পোজ দিয়েছেন কালো টপস ও ঝলমল গাউনে। এ বছরের ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘ওল্ফম্যান’ সিনেমাটি। দারুণ ব্যবসা করা এ সিনেমার আমেরিকান অভিনেত্রী জুলিয়া গার্নারেরও পছন্দ ছিল খোলা কালো গাউন। লাল গালিচায় আরও নানা ফ্যাশনে হাজির হয়েছিলেন আমেরিকান অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডোয়েল, মিশনতারকা অ্যাঞ্জেলা ব্যাসেটি, ফ্রেঞ্চ-ডাচ অভিনেত্রী আনুচকা ডেলন, জার্মান মডেল ক্যারোলিন ডর, রুশ ফ্যাশন মডেল ইরিনা শেক, চলতি বছরের অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী জো সালদানা প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম