Logo
Logo
×

ঘরে বাইরে

শায়ান রিসোর্ট সামার পুল পার্টি

Icon

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্রীষ্মের গরমে সুইমিং পুলের ঠান্ডা জলের আনন্দে মেতে উঠতে শায়ান রিসোর্ট আয়োজন করেছে সামার পুল পার্টি। জনপ্রতি মাত্র ৯৯৯ টাকায় উপভোগ করা যাবে এ দারুণ আয়োজন। সঙ্গে থাকছে ডিজে মিউজিক, জুস, স্ন্যাকস আর গাড়ি পার্কিংয়ের সুবিধা।

ঢাকা থেকে মাত্র ১ ঘণ্টা দূরত্বে মানিকগঞ্জের সিংগাইরে অবস্থিত Shaya Resort এ নিয়মিত উপভোগ করা যাবে ডে লং মাত্র দই হাজার টাকায় জনপ্রতি (সর্বনিম্ন ১০ জন) টাকা এবং ফুল বোর্ড প্যাকেজ থাকছে আট হাজার টাকা (ফ্যামেলি)।

www.shayanresort.com

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম