Logo
Logo
×

ঘরে বাইরে

আয়োজন

Icon

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লা-রিভ

লাইফস্টাইল ব্র্যান্ড লা-রিভ উদ্বোধন করল ২৬তম স্টোর। ধানমন্ডি-২ এর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থিত এ নতুন স্টোরটি লা-রিভের ২৬তম ঠিকানা। যেখানে শুধু পোশাকই নয়, পাওয়া যাবে দৃষ্টিনন্দন হোম ডেকোর ও লাইফস্টাইল অ্যাক্সেসরিজের সংগ্রহও। এটি লা-রিভের ৩য় বৃহত্তর ফ্ল্যাগশিপ স্টোর। গত ৩ জুলাই সায়েন্স ল্যাব মোড়, প্লট নম্বর ২৮/এ, হোল্ডিং নম্বর ১, ধানমন্ডিতে এক উৎসবমুখর পরিবেশে ফ্ল্যাগশিপটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লা-রিভ-এর লয়্যাল মেম্বার ও কাস্টমারদের সঙ্গে প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, লা-রিভ গ্রুপের চেয়ারম্যান এম রেজাউল হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং লা-রিভের ডিজাইনার ও সহকর্মীরা।

মিরপুর ইলেকট্রনিক্সের উদ্বোধন

মিরপুরবাসীর জন্য মিরপুরে চলে এলো ‘মিরপুর ইলেকট্রনিক্স’। আস্থার অপর নাম ‘মিরপুর ইলেকট্রনিক্স’। আপনার দৈনন্দিন জীবনে নিত্য সামগ্রীর ভেতর গৃহপণ্য অন্যতম। গৃহপণ্য কেনার ক্ষেত্রে অন্যতম বিষয় হলো নির্ভরতা এবং বিশ্বস্ততা! ‘মিরপুর ইলেকট্রনিক আপনার বিশ্বস্ত সঙ্গী হিসাবে দিচ্ছে সাশ্রয়ী দামে সেরা পণ্য। বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক ব্র্যান্ডগুলোর এসি, ফ্রিজ, টিভি, পানির ফিল্টারসহ যাবতীয় ইলেকট্রনিক পণ্যের সমাহার নিয়ে ‘মিরপুর ইলেকট্রনিক্স’।

ঠিকানা : মিরপুর ইলেক্টনিক্স, লিফট : ০৪, রূপায়ণ লতিফা সামসুদ্দীন স্কয়ার (সনি সিনেমা হলের বিপরীতে), মিরপুর : ০১, ঢাকা।

ফোন : ০১৩৪২ ৬৮৮ ৮৫১।

জাতীয় পরিবেশ পদক পেল স্নোটেক্স আউটারওয়্যার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৪’ প্রদান করা হয়েছে। স্নোটেক্স পরিবেশবান্ধব ইটিপি এবং জিরো ওয়েস্ট জেনারেশনের লক্ষ্যে কাজ করছে। কাজের স্বীকৃতিস্বরূপ স্নোটেক্সকে এ পুরস্কার দেওয়া হয়।

ইনসাফ ফ্যাশন

ইনসাফ ফ্যাশনে গ্রাহকরা খ্যাতনামা ব্র্যান্ডের বর্ষাকালীন টি-শার্ট, পলো শার্ট পাচ্ছেন আকর্ষণীয় মূল্যে। দেশের এ নবীন শপ ইনসাফ ফ্যাশনে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিং প্যান্ট, ডেনিমসহ সব ধরনের মানানসই পোশাক। সব ধরনের পাইকারি ও খুচরা পেতে এবং আরও বিস্তারিত জানতে : ইনসাফ ফ্যাশন, মীরের বাজার, পুবাইল, গাজীপুর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম