প্রিয় বন্ধনের মিষ্টি মুহূর্ত
ফারিন সুমাইয়া
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আর মধুর সম্পর্ক ভালোবাসা। দুটি মানুষকে একইসঙ্গে আবদ্ধ রাখার এমন একটি অদৃশ্য বন্ধন যা বছরের পর বছর, যুগের পর যুগ একই রকম থাকে। পরিবারে নিজেদের মধ্যে সংখ্যা বাড়ে, বাড়ে দায়িত্ব। ভালোবাসা কমে না এলেও প্রিয় মুহূর্তে বারবার ফিরে যেতে ইচ্ছা করে। তাই যখনই সময় পাবেন প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটাতে কার্পণ্য করা একদমই ঠিক না। জীবনের প্রতি মোড়ে মোড়ে ব্যস্ততা, কাজ, নতুন নতুন প্রতিবন্ধকতা আপনার জন্য অপেক্ষা করবে। কাজেই সেই থেকে নিজের জন্য, নিজেদের জন্য সময় বের করে নিতে হবে। প্রতিদিনের জীবনযাত্রায় আমরা এতটাই অভ্যস্ত হয়ে পড়ি যে, ব্যক্তিগত মানুষ হিসাবেও যে দুজন দুজনের পাশে থাকা জরুরি তা আমরা ভুলে যাই। আর এ থেকেই শুরু হয় দূরত্ব। প্রথমটা মান-অভিমানের পরের ধাপে কথাকাটাকাটি আর এর পরের দিকগুলোয় কেবল দূরত্ব বাড়াতেই থাকে। একটা সময় যাওয়ার পর কেবল অভিযোগ আর অভিযোগের লম্বা তালিকা রয়ে যায়। তাই প্রিয় মানুষকে নিয়ে সময় কাটান। এ ক্ষেত্রে খুব দূরে সব সময় যাওয়া সম্ভব না হলেও একসঙ্গে কোনো সিনেমা দেখুন। ভালো গল্পের বই পড়ুন। একসঙ্গে রান্না করলেও নিজেদের মাঝে ভালো বন্ধন তৈরি হয়।
কাজের ফাঁকে এক কাপ চা খাওয়ার আবদার করতে পারেন তার কাছে। বিকালের বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টি বিলাস করতে পারেন তাকে নিয়ে। একই রঙের শাড়ি আর পাঞ্জাবি পরে দুজন ঘুরে আসতে পারেন কাছের কোথাও থেকে। সেই দিনটা কেবল হবে শুধু আপনাদের। ফোন থেকে একটা দিন বের হয়ে আসুন। সব কিছুর বাইরেও আছে নিজেদের জন্য একটি জীবন, তা উপভোগ করুন। ভালোবাসার মানুষটির জন্য অনেক দামি উপহার না নিয়েও একটা গোলাপ, তার পছন্দের খাবার তাকে রান্না করে খাওয়াতে পারেন। এতে নিজেদের মাঝে হাজার কাজ, দায়িত্ব আসুক না কেন ভালোবাসার জায়গা থেকে কমতি হবে না কিছুর। বরং নিজেদের মাঝে বোঝাপোড়া আরও বাড়বে।
