আগৈলঝাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ মিছিল
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আর্জেন্টিনা জয়ী হওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় আর্জেন্টিনা সমর্থকরা রোববার সকালে আনন্দ মিছিল বের করেছে। শনিবার গভীর রাতে আর্জেন্টিনা জয়ী হওয়ার পর সমর্থকরা উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে। মিছিলে সমর্থকদের গায়ে আর্জেন্টিনার জার্সি এবং হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, ব্যানার, ফেস্টুন ছিল। উপজেলার আর্জেন্টিনা সমর্থক রতন তপাদারের উদ্যোগে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নাজমুল রিপন, পলাশ দত্ত, নুর-আলম পাইক, আশীষ দত্ত, আমিন উদ্দিন, হাসান আকন, রোমান ফকির, আলাউদ্দিন ফকির, আমির আলী, শহীদ সরদার প্রমুখ। আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।
