ভারতের কাছে হেরে আজ ‘সেমি’তে নামছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১৬৮ রানে বেঁধে ফেলে বাংলাদেশ জিতেছিল চার উইকেটে। বুধবার দুবাইয়ে একই রানে ভারতকে আটকে ফেলেও নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় ৪১ রানে হারতে হলো লিটনবিহীন বাংলাদেশকে। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত। বিদায়ঘণ্টা বেজে গেছে শ্রীলংকার। ফলে একই ভেন্যুতে আজকের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। এই ম্যাচের বিজয়ী দল রবিবাসরীয় ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
কাল ভারতকে হারাতে পারলে আজ হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকত বাংলাদেশের। বোলাররা সেই মঞ্চ তৈরি করে দিলেও ব্যাটিংয়ে হয়েছে ভরাডুবি। অনুশীলনে পাঁজরে চোট পাওয়ায় নিয়মিত অধিনায়ক লিটন দাসকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। টানা দুদিন ম্যাচ থাকায় একাদশে চারটি পরিবর্তন আনা হয়। টস জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী ব্যাট ধরিয়ে দেন ভারতের হাতে। ম্যাচসেরা অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৭২ রান তোলার পরও শেষ পর্যন্ত ছয় উইকেটে ১৬৮ রানে থামে ভারত। সাত রানে জীবন পাওয়া অভিষেক ছয় চার ও পাঁচ ছক্কায় ৩৭ বলে করেন ৭৫ রান। জবাবে বাংলাদেশের হয়ে একাই লড়েছেন সাইফ হাসান। তিন চার ও পাঁচ ছক্কায় ৫১ বলে ৬৯ রান করেন এই ওপেনার। বাকিদের ব্যর্থতায় সাইফের টানা দ্বিতীয় ফিফটির পরও তিন বল বাকি থাকতে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
চার রানে তানজিদ হাসানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন সাইফ ও পারভেজ হোসেন। ১৯ বলে ২১ রান করে পারভেজের বিদায়ের পর শুধু আসা-যাওয়ার মিছিল। সাইফ ও পারভেজ ছাড়া আর কেউ দুই অঙ্কই ছুঁতে পারেননি। এক প্রান্তে সাইফ ছক্কা হাঁকিয়েছেন, অন্য প্রান্তে পড়েছে উইকেট। এভাবেই ধুঁকতে ধুঁকতে শেষ ওভারে থামে সংগ্রাম। ১৮ রানে তিন উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার কুলদীপ যাদব। এছাড়া জাসপ্রিত বুমরা ও বরুণ চক্রবর্তী নেন দুটি করে উইকেট। ফাইনালে উঠতে আজ ব্যাটিংয়ে উন্নতির কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
বোলিংয়ে তাসকিন আহমেদের অনুপস্থিতি সেভাবে অনুভূত হয়নি। বাংলাদেশের আলগা ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে মাত্র ৩৮ বলে ৭৭ রানের উদ্বোধনী জুটিতে ভারতকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন অভিষেক ও শুবমান গিল। ১৯ বলে ২৯ রান করা গিলকে সপ্তম ওভারে ফিরিয়ে এই জুটি ভাঙার পর নিজের দ্বিতীয় ওভারে শিবম দুবেকেও তুলে নেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। পরে অভিষেককে রানআউট করে ভারতকে সবচেয়ে বড় ধাক্কাটিও দেন রিশাদ। একই ওভারের শেষ বলে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করে বাংলাদেশের প্রথম বোলার হিসাবে আন্তর্জাতিক টি ২০তে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানকে (১৪৯) ছাড়িয়ে ফিজই এখন টি ২০তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। অভিষেক ও সূর্যকুমারের বিদায়ের পর ব্যাটিংয়ে ধুঁকেছে ভারতও। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ২৯ বলে ৩৮ রানের ইনিংসে ১৬৮ রানের পুঁজি পায় তারা। বাংলাদেশের ছন্নছাড়া ব্যাটিংয়ে সেটাই শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়েছে। বোলিংয়ে রিশাদ দুটি এবং মোস্তাফিজ, তানজিম হাসান ও সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।
