Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

১০৯ আসনে প্রার্থী ঘোষণা এবি পার্টির

এনসিপিসহ ৯ দলের জোটের সম্ভাবনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১০৯ আসনে প্রার্থী ঘোষণা এবি পার্টির

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার রাজধানীর পল্টনস্থ ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ দলের সিনিয়র নেতারা।

এবি পার্টির মনোনীত ১০৯ প্রার্থী : পঞ্চগড়-২ আসনে আবু বকর সিদ্দিক, ঠাকুরগাঁও-২ নাহিদ রানা, দিনাজপুর-২ আমানুল্লাহ সরকার রাসেল, দিনাজপুর-৩ খন্দকার মাসুম, দিনাজপুর-৬ সানী আবদুল হক, নীলফামারী-৩ আলতাফ হোসাইন, লালমনিরহাট-১ আবু রাইয়ান আশয়ারী, লালমনিরহাট-৩ ফিরোজ কবির, রংপুর-১ আখতারুজ্জামান, রংপুর-২ আমিনুল ইসলাম, রংপুর-৩ আবদুর রউফ, রংপুর-৪ জাহিদুল ইসলাম, রংপুর-৫ আবদুল বাসেত মারজান, রংপুর-৬ মোহাম্মদ সাদিকুল ইসলাম, কুড়িগ্রাম-২ মো. নজরুল ইসলাম খান, কুড়িগ্রাম-৪, আবদুল কাদের মিয়া। গাইবান্ধা-১ তাজুল ইসলাম, গাইবান্ধা-২ খাইরুল আলম, গাইবান্ধা-৩, মঞ্জুরুল হক, জয়পুরহাট-১ সুলতান শামছুজ্জামান, জয়পুরহাট-২ এসএ জাহিদ সরকার, নওগাঁ-২ মতিবুল ইসলাম বুলু, নওগাঁ-৫ আতিকুর রহমান, রাজশাহী-১ মুহাম্মদ আবদুর রহমান মুহসেনী, রাজশাহী-২ সাঈদ নোমান, রাজশাহী-৩ আফজাল হোসাইন, নাটোর-১ মোকারেবুর রহমান নাসিম, নাটোর-৪ মোকসেদুল মোমিন, সিরাজগঞ্জ-১ সাব্বির হোসেন তামিম, সিরাজগঞ্জ-৬ আনোয়ার সাদাত টুটুল, পাবনা-৪ শাহ আবদুর রহমান, পাবনা-৫ আবদুল মজিদ মোল্লা, কুষ্টিয়া-৪ আবু বক্কর সিদ্দিক, চুয়াডাঙ্গা-১ আবদুল্লাহ আল মামুন রানা, চুয়াডাঙ্গা-২ আলমগীর হোসেন, ঝিনাইদহ-১ মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ হাদীউজ্জামান খোকন, ঝিনাইদহ-৩ মুফতি মুজাহিদুল ইসলাম, মেহেরপুর-১ রফিকুজ্জামান রফিক, যশোর-২ রিপন মাহমুদ, যশোর-৩ ইয়ামিনুর রহমান, যশোর-৫ হাবিবুর রহমান, যশোর-৬ মাহমুদ হাসান, মাগুরা-২ ইমরান নাজির, বাগেরহাট-১ আমিনুল ইসলাম, খুলনা-১ জসিম উদ্দিন ও খুলনা-৫ শেখ মাসুদুল আলম, সাতক্ষীরা-২ জি এম সালাউদ্দিন শাকিল, সাতক্ষীরা-৪ শেখ আবিদ হোসেন, পটুয়াখালী-১ মেজর (অব.) আবদুল ওহাব মিনার, বরিশাল-৩ আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল-৫ তারিকুল ইসলাম, পিরোজপুর-২ ফয়সাল খান, ঝালকাঠি-২ শেখ জামাল হোসেন, জামালপুর-৩ লিপসন মিয়া, জামালপুর-৪ জাহিদ হাসান, জামালপুর-৫ সানোয়ার হোসেন, শেরপুর-২ আবদুল্লাহ্ বাদশাহ, নেত্রকোনা-২ আবদুল মান্নান, নেত্রকোনা-৫ মাহমুদুল হাসান চৌধুরী, মানিকগঞ্জ-৩ রফিকুল ইসলাম জনি, ঢাকা-৪ শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা-৫ লুৎফর রহমান আব্বাসী, ঢাকা-৬ গাজী নাসির, ঢাকা-৮ আবদুল হালিম খোকন, ঢাকা-৯ বি এম নাজমুল হক, ঢাকা-১০ নাসরীন সুলতানা মিলি, ঢাকা-১১ মাহবুব শামিম, ঢাকা-১২ এ বি এম খালিদ হাসান, ঢাকা-১৪ মোহাম্মদ মনিরুজ্জামান, ঢাকা-১৬ সেলিম খান, ঢাকা-১৭ ফারাহ নাজ সাত্তার, ঢাকা-১৮ আবদুল হালিম নান্নু, ঢাকা-২০ লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহাম্মাদ, গাজীপুর-২ আসনে আলমগীর হোসাইন, গাজীপুর-৩ কৌশিক আহমেদ, গাজীপুর-৬ আব্বাস ইসলাম খান, নারায়ণগঞ্জ-৩ আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ শাহজাহান বেপারী। গোপালগঞ্জ-১ মুহাম্মদ প্রিন্স, সুনামগঞ্জ-৩ জসিম উদ্দিন, সুনামগঞ্জ-৪ রেজাউল ইসলাম শোয়েব, সিলেট-১ ওমর ফারুক, সিলেট-৩ নাজমুল ইসলাম সোহেল, সিলেট-৫ আলতাফ হোসেন, হবিগঞ্জ-৪ মোকাম্মেল হোসেন রবিন, কুমিল্লা-১ শফিউল আলম বাশার, কুমিল্লা-৩ এম শহীদুল ইসলাম শাহেদ, কুমিল্লা-৫ যোবায়ের আহমদ ভূঁইয়া, কুমিল্লা-৬ মিয়া মো. তৌফিক, কুমিল্লা-১০ আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর-২ রাশিদা আক্তার মিতু, ফেনী-২ মজিবুর রহমান মঞ্জু, নোয়াখালী-৩ হাকিম মো. মাহফুজুর রহমান, লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর-২ আসনে কেফায়েত হোসেন তানভীর, লক্ষ্মীপুর-৪ মিয়া আরিফ সুলতান, চট্টগ্রাম-৩ আতাউর রহমান নুর, চট্টগ্রাম-৫ লে. কর্নেল (অব.) দিদারুল আলম, চট্টগ্রাম-৭ আবদুর রহমান মনির, চট্টগ্রাম-৮ গোলাম ফারুক, চট্টগ্রাম-৯ হায়দার আলী চৌধুরী, চট্টগ্রাম-১০ এসএ কাশেম, চট্টগ্রাম-১১ মোহাম্মদ লোকমান, কক্সবাজার-১ এবি ওয়াহেদ, কক্সবাজার-২ এনামুল হক সিকদার, কক্সবাজার-৩ সারওয়ার সাঈদ, কক্সবাজার-৪ শামসুল হক শারেক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় ফারজানা আলম। 

প্রার্থী ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রার্থী মনোনয়নের ব্যাপারে দলীয় সম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান এবং জনগণের মধ্যে কী ধরনের কার্যক্রম তিনি করেন, জনসম্পৃক্ততা কেমন-এসব বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এটা একটা নতুন দল। এই দল সম্পর্কে নানা রকমের অপপ্রচার, নানা ধরনের ভুল ধারণা অনেকের মধ্যে আছে। এ কারণে এখনো অনেক সীমাবদ্ধতা লক্ষণীয়।

এনসিপিসহ ৯ দলের জোট গঠনের সম্ভাবনা: বিএনপির সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে ভিন্ন একটি মধ্যবর্তী জোট গঠনের কথা জানান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এই মধ্যবর্তী দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল- নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি। আর বাকি তিনটা দল- এবি পার্টি, এনসিপি এবং গণঅধিকার পরিষদ। এসব দলের মধ্যে আলোচনা হচ্ছে। কিন্তু আলোচনার চূড়ান্ত কিছু বলার মতো অবস্থায় এখনো পৌঁছানো যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম