পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন
আবুল হাসনাত আবদুল্লাহ কমিটির প্রধান
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আবুল হাসনাত আবদুল্লাহকে প্রধান করে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার। এর আগে কমিটির প্রধান ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। আবুল হাসনাত আবদুল্লাহ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের পক্ষে চুক্তি সই করেছিলেন। চুক্তির শর্ত অনুযায়ী চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরীবিক্ষণ করার লক্ষ্যে আবুল হাসনাতকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি পুনর্গঠন করে ১৮ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
নতুন পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে আগের ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা এবং টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে সদস্য হিসেবে বহাল রাখা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তি বাস্তবায়ন কমিটির কার্যপরিধি হবে- এ চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া পরীবিক্ষণ ও তত্ত্বাবধান, এ চুক্তির আওতায় অস্ত্র সমর্পণসহ ক্ষমা প্রদর্শন সংক্রান্ত যাবতীয় কার্যাদি নিষ্পন্ন করার জন্য কর্মসুচি প্রণয়ন ও তার বাস্তবায়ন, চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগসহ অধস্তন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্তৃপক্ষের কর্মতৎপরতার মধ্যে সমন্বয় সাধন, প্রয়োজনীয় পরামর্শ/নির্দেশনা, চুক্তি বাস্তবায়নে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনবোধে সরকারের কাছে সুপারিশ প্রদান কার্যক্রম তত্ত্বাবধান।
