Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আরও দামি পোশাক পাবেন সরকারি কর্মচারীরা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সরকারি কর্মচারীদের (১৬ থেকে ২০তম গ্রেডের) দাফতরিক কাজের সময় সরকার কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য তারা আরও বেশি দামি দাফতরিক পোশাক ও আনুষঙ্গিক দ্রব্যাদি পাবেন। পোশাকের প্রাপ্যতা ও মূল্য পুনর্র্নির্ধারণ করে ১৮ জানুয়ারি পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গ্রীষ্মকালের পোশাক হিসেবে পুরুষ কর্মচারীরা প্রতি ২ বছরের জন্য ২ হাজার ৫০০ টাকা দামের ফুল সাফারি পাবেন। আগে এর দাম ছিল এক হাজার ৬০০ টাকা। প্রতি ২ বছরে ২ হাজার ৫০০ টাকা মূল্যের হাফ সাফারি পাবেন। আগে এ পোশাকের দাম ছিল এক হাজার ৫০০ টাকা। পাশাপাশি প্রতি বছর এক হাজার ৮০০ টাকা দামের এক জোড়া কালো অক্সফোর্ড জুতা পাবেন কর্মচারীরা। আগে পেতেন এক হাজার টাকা দামের জুতা। ১০০ টাকার পরিবর্তে কর্মচারীরা পাবেন ১৫০ টাকার দুই জোড়া কালো মোজা। কর্মচারীরা প্রতি বছরের জন্য ৩০০ টাকা দামের কালো রংয়ের একটি ছাতা পাবেন। আগে ২০০ টাকা দামের ছাতা দেয়া হতো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম