গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্মেলন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিজেনারেটিভ এগ্রিকালচার ফর সাসটেইনেবল ফুড সিকিউরিটি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। কৃষির পুনরুজ্জীবনে নতুনমাত্রা সংযোজন, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্বব্যাপী গবেষণা, অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ও টেকনিক্যাল অধিবেশনে সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি সুইজারল্যান্ডের এগ্রোস্কোপের প্রধান ড. স্টিফেন ম্যান।
এ সম্মেলনে গাকৃবির প্রো-ভিসি, ট্রেজারার, ডিন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, রেজিস্ট্রেশনকারী শিক্ষক-শিক্ষার্থী, বিদেশি বিজ্ঞানী এবং পাকিস্তান, ইথিওপিয়া, সুইজারল্যান্ড, নাইজেরিয়া থেকে আগত গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ১২শ নিবন্ধিত গবেষক মিলিত হন। সম্মেলনের অর্গানাইজিং কমিটির কনভেনার ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট বই উন্মোচন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুরে প্রফেসর ড. ওয়াজিদ নাসিম যাতই।
