গাজীপুর-১ আসন
কাজী সাইয়েদুল আলম বাবুলের সমর্থনে বিশাল মশাল মিছিল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি থেকে দলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিশাল মশাল মিছিল করেছেন বাসন থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুরের চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের নেতা মো. খায়রুল ইসলাম, নজরুল ইসলাম ও আলমগীর হোসেন প্রমুখ। তাদের দাবি, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির নেতাকর্মী এবং দেশবাসী যখন উদ্বিগ্ন ঠিক তখন ষড়যন্ত্রের মাধ্যমে গাজীপুর-১ আসনে একজন বিতর্কিত নেতাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ওই নেতার বিগত দিনের কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনা রয়েছে। তারা ওই প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
