Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নারায়ণগঞ্জ-২

নৌকার হাল ধরতে চান ড. হাবিব

Icon

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ-২ আসন (আড়াইহাজার) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও মহাসচিব বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ) ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।

এ কারণে তিনি প্রতিনিয়ত এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। তুলে ধরছেন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র। স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের নজর কাড়ছেন তিনি। ড. মুহাম্মদ হাবিব মোল্লা বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে আসছি। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নানাভাবে শিকার হয়েছি নির্যাতনের। তারপরও পিছপা হয়নি। নিজেকে সর্বদা নিয়োজিত রাখার চেষ্টা করেছি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন ও মানবকল্যাণে বাংলাদেশ সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে গরিব-দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। তিনি আরও বলেন, অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে বিগত সময়ে আমি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক সম্পাদক (২০০৩-২০০৪), কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে জিএস (১৯৯৭-১৯৯৮), নারায়ণগঞ্জ তোলারাম কলেজ শাখায় ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী লীগের ইতালির পাদুভা শাখা উপদেষ্টার দায়িত্ব পালন করে (২০১০-২০১২) সুনাম অর্জন করি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম