Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কবি আসাদ চৌধুরী কবিকণ্ঠে পাঠ করছিলেন- ‘যত শ্রদ্ধা নিজেদের প্রতি, ততখানি ঘৃণা/ পরাঘাত তাঁকে চিনে, ঘাতক বুলেট তাঁকে চিনে, শুধু অকৃতজ্ঞ আমরা চিনি না।’ একাত্তরে পাকিস্তানি সেনা ছাউনিতে নির্যাতিত ধীরেন দত্তকে নিয়ে কবি আসাদ চৌধুরীর লেখা এবং স্বকণ্ঠে ‘স্মরণের মীড়ে’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে প্রথমদিকে সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। স্বরচিত কবিতা পাঠের পর কবি মাসুক চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি কাজী রোজী। এর আগে স্বাগত ভাষণ দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবের এই আয়োজনে স্বরচিত কবিতা পাঠের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। স্বরচিত কবিতা পাঠ করেন কবি কেজি মোস্তফা। তার কবিতার শিরোনাম ‘দরদী সুজন’। এরপর শারমিন চৌধুরী আবৃত্তি করেন ‘ঠিকানা খুঁজে পাওয়া’। কবি শাহাবুদ্দিন ভূঁইয়া পাঠ করেন ‘আমরা যখন মুখোমুখি’। মঞ্চে ওঠেন কবি কাজী রোজী। তিনি এই প্রথমবার প্রেস ক্লাবে কবিতা পাঠের সুযোগ পাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। পরে তিনি ‘বর্ণমালার শিল্প ঘরানা’ কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন আল মুজাহিদী, এরশাদ মজুমদার, আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর ফিরোজ, জীবন ইসলাম, কামাল চৌধুরী, মশিউর রহমান, কাজী রফিক, হামিদ মো. জসীম, মহসিন হোসাইন, সালাম জুবায়ের, মাহমুদুল হক জাহাঙ্গীর, মো. মাহবুবুল কাশেম, শামীম মাশরেকী, নুরুল আমীন রোকন, করিম রেজা, রাজা সিরাজ, কাজী এহসান আ. রব, জান্নাতুল ফেরদৌসী পান্না, আহসান উল্লাহ, শামছুল হক সেতু, সৈয়দ শাহনেওয়াজ, রফিক ভূঁইয়া, হেলাল হাফিজ, হাসান হাফিজ, হালিম আজাদ প্রমুথ। সব শেষে পরিবেশিত হয় প্রেস ক্লাবের সদস্যদের সন্তান ও অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম