চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন মির্জা ফখরুল
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৫ মে ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন মহাসচিব। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও গেছেন। সেখানকার একজন হৃদরোগ বিশেষজ্ঞের এপয়েন্টমেন্টও নেয়া হয়েছে। আগামী ২০ মে মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।
গত ফেব্রুয়ারি মাসেও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল। এর আগে হৃদরোগের চিকিৎসার জন্য গত বছরের ৩ জুন থাইল্যান্ডে যান তিনি। হৃদরোগ ছাড়াও বিএনপি মহাসচিবের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে জটিলতা রয়েছে। এর চিকিৎসা বাংলাদেশে না থাকায় ২০১৫ সালের ১৪ জুলাই কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিদেশে যেতে জামিন দিয়েছিলেন সুপ্রিমকোর্ট। এরপর কয়েক দফায় তিনি সিঙ্গাপুর, ব্যাংকক ও নিউইয়র্কে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেন।
