ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা প্রয়োজন
-ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান
যুগান্তর রিপোর্ট, নবাবগঞ্জ
প্রকাশ: ০৩ আগস্ট ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে সব নেতাকর্মীকে একসঙ্গে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন। সামাজিক সচেতনতা তৈরিতে সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে। এ ব্যাপারে সব পেশা ও শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে।
শনিবার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, জেলা কৃষক লীগের সহসভাপতি নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা সামসুল হক, শাহীন খান, জালাল উদ্দিন রুমী, যুবলীগ নেতা দেবাশীষ প্রমুখ।
