Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সংসদীয় কমিটির বৈঠক

৩টি নতুন মহিলা কর্মজীবী হোস্টেল নির্মাণ করা হবে

Icon

সংসদ রিপোর্টার

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দিন দিন কর্মজীবী নারীদের সংখ্যা বাড়লেও তাদের জন্য সুযোগ-সুবিধা তেমন বাড়েনি। তাদের জন্য বড় সমস্যা নিরাপদ আবাসন। মহিলাবিষয়ক অধিদফতর এ দায়িত্বে থাকলেও তারা মাত্র ২ হাজার ১৩৪ জন নারীর আবাসন নিশ্চিত করতে পেরেছে। সারা দেশে অধিদফতরের আটটি কর্মজীবী হোস্টেল আছে। নতুন করে আরও তিনটি কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়। সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে কমিটির সদস্য মো. শাহজাহান মিয়া, এএম নাঈমুর রহমান, মো. আবদুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উত্থাপিত কার্যপত্রে বলা হয়েছে, মহিলাদের জন্য ৮টি হোস্টেলের মধ্যে ঢাকার নীলক্ষেত বাবুপুরা কর্মজীবী মহিলা হোস্টেলের ৫২৩টি, মিরপুর নওয়াব ফয়জুন্নেসা কর্মজীবী মহিলা হোস্টেলের ১৬০টি, ঢাকার খিলগাঁও বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেলের ২১০টি, চট্টগ্রামের চান্দগাঁও কর্মজীবী মহিলা হোস্টেলের ২১৫টি, রাজশাহীর বিলসিমলা কর্মজীবী মহিলা হোস্টেলের আসন সংখ্যা ১১২টি, খুলনার বয়রার কর্মজীবী মহিলা হোস্টেলের ১৫০টি, যশোরের কর্মজীবী মহিলা হোস্টেলের ৪৪টি ও ঢাকা সাভারের আশুলিয়া গার্মেন্টস কর্মজীবী মহিলা হোস্টেলের ৭২০টি আসন সংখ্যা রয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ সাংবাদিকদের বলেন, চলমান মহিলা হোস্টেল নির্মাণে কাজ দ্রুত শেষ করার তাগিদ দেয়া হয়েছে। কমিটি ঢাকার বাইরে কর্মজীবী মহিলা হোস্টেলের ভাড়া কমানো ও কর্মজীবী মহিলা হোস্টেলে ডে-কেয়ার সেন্টার চালু করতে সুপারিশ করেছে। এছাড়া উপজেলা পর্যায়ে শিশু একাডেমির শাখা চালুর উদ্যোগ নিতে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম