থাইল্যান্ডে ভ্রমণ প্যাকেজ ঘোষণা ইউএস-বাংলার
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশি পর্যটকদের থাইল্যান্ডের বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে। ব্যাংককে দুই রাত তিন দিনের জন্য ন্যূনতম প্যাকেজ ২২,৯৯০ টাকা। ব্যাংকক ও পাতায়ায় চার রাত পাঁচ দিনের জন্য ন্যূনতম ২৯,৯৯০ টাকা। ব্যাংকক ও ফুকেটে চার রাত পাঁচ দিনের জন্য ন্যূনতম ৪১,৯৯০ টাকা, ব্যাংকক ও করবিতে চার রাত পাঁচ দিনের জন্য ন্যূনতম ৪২,৯৯০ টাকা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজে সব ধরনের ট্যাক্সসহ আসা-যাওয়া বিমান ভাড়া তিন তারকা হোটেলে থাকা, সকালের নাস্তা, হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফারসহ নানাবিধ সুবিধা রয়েছে।
ইউএস-বাংলা’র ভ্রমণের এ প্যাকেজ পেতে হলে কমপক্ষে দু’জন হতে হবে। ভ্রমণপিপাসুদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।
প্রতিষ্ঠানভেদে বিভিন্ন ধরনের সুযোগ থাকছে নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ইস্যুকৃত কার্ডের ওপর। শীতকালীন ভ্রমণ প্যাকেজগুলো শুধু ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস অফিস থেকে সংগ্রহ করা যাবে।
ইউএস-বাংলা সপ্তাহে চারদিন (সোম, বুধ, শুক্র ও শনিবার) সকাল ৯টা ৪৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে ঢাকা থেকে যাত্রা শুরু করে। ব্যাংককের স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে আবার ফ্লাইট ছেড়ে আসে। ভ্রমণ প্যাকেজ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন- ০১৭৭৭৭৭৭৮৮১-৩ অথবা ১৩৬০৫। আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করার জন্য ভিসা সুবিধাও দিয়ে থাকে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভিসাসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৭৭৭৭০৭৬৬৫।
