আন্দোলনের মুখে শ্রীপুরে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-ময়মনসিংহ ট্রেন রুটে চলাচলকারী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে শুক্রবার থেকে আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রায় চার বছরের বিরতিহীন অন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে দেখছেন স্থানীয়রা।
শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, শ্রীপুর বাজারের কিছুসংখ্যক ব্যবসায়ীদের নিয়ে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে রেলপথে একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শ্রীপুর বাজারের ব্যবসায়ী ও যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী তপন কুমার বণিক বলেন, গত প্রায় চার বছর আগে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, দলমত নির্বিশেষে ও ট্রেন যাত্রীদের নিয়ে দু’বেলা লাল কাপড় দেখিয়ে রেলপথ অবরোধ করেন। চার বছর ধরেই এটি ছিল তাদের রুটিনমাফিক কাজ।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশীদ বলেন, শুক্রবারই প্রথম আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন পেয়েছে। ভোর ৬টায় ঢাকার উদ্দেশে ট্রেনটি স্টেশন ত্যাগ করবে আবার ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টায় স্টেশন এসে পৌঁছবে। এ স্টেশন থেকে জয়দেবপুর পর্যন্ত ৪৫ টাকা এবং ঢাকা পর্যন্ত ৬০ টাকা ভাড়া নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। টিকিটের অনুমোদন হয়েছে তবে নির্ধারিত সিট বরাদ্দ হয়নি। এ কাজটি প্রক্রিয়াধীন রয়েছে।
