স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শনিবার থেকে
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বেতন স্কেল, টেকনিক্যাল পদমর্যাদাসহ চার দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন সারা দেশের স্বাস্থ্য সহকারীরা। শনিবার থেকে শুরু হবে এ কর্মবিরতি। চলবে দাবি পূরণ করে প্রজ্ঞাপন না-হওয়া পর্যন্ত। তাদের এ কর্মবিরতির ফলে দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রের টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।
তাদের দাবিগুলো হল- টেকনিক্যাল পদমর্যাদাসহ স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে ১৪তম গ্রেডে উন্নীতকরণ এবং ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের গ্রেডে উন্নীতকরণ। স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং চালুকরণসহ ট্রেনিং-পরবর্তী অটো ১১তম গ্রেডে আপগ্রেডেশন। প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১ জন, প্রতি পুরনো ওয়ার্ডের জন্য ২ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ দান এবং স্বাস্থ্য সহকারীদের জব ডেসক্রিপশন তথ্য ব্যবস্থাপনার (এমআইএস) মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট নীড়ের পাতায় অন্তর্ভুক্তকরণ।
সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক মো. এনায়েত রাব্বি লিটন বলেন, প্রজাতন্ত্রের পদোন্নতিবিধি অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী ৩ থেকে ৭ বছর পরপর পদোন্নতি পান। কিন্তু একজন স্বাস্থ্য সহকারী ২০ বছরেও পদোন্নতি পেয়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শক হতে পারেন না। যদিও পদোন্নতি পান তাহলে স্বাস্থ্য পরিদর্শক হতে আরও কমপক্ষে ৫-৭ বছর অপেক্ষা করতে হয়। অনেকে এমন সময় পদোন্নতি পান, যখন চাকরির বয়স বাকি থাকে ৫-৬ মাস। তবে পদোন্নতি হলেও বেতন বাড়ে না এক পয়সাও। উপরন্তু বদলি করা হয় অন্য জেলা কিংবা উপজেলায়।
