শ্রীপুরে প্রেমিককে নিয়ে স্বামীকে গলা কেটে হত্যা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুই গণ্ডা জমি লিখে না দেয়ায় স্ত্রী সামিরা, তার ভাই লাদেন ও পরকীয়া প্রেমিক হারুনের সহযোগিতায় স্বামী আবদুর রহমানকে (৪৫) গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের ছোট ভাই আবদুল আওয়াল এ অভিযোগ করেন।
প্রেমিক হারুন মিয়া একই ইউনিয়নের গুতার বাজার এলাকার মৃত আন্তাজ আলীর ছেলে।
নিহতের ছোট ভাই আবদুল আওয়াল জানান, আমার ভাই আবদুর রহমান জমি কেনাবেচার ব্যবসা করতেন। গত প্রায় দুই বছর আগে পাশের ফরিদপুর গ্রামের সিরাজ মিয়ার কাছ থেকে দুই গণ্ডা জমি ক্রয় করেন। ওই জমির পাশেই নয়নপুর বাজার এলাকায় ‘আলীফ ফার্মেসী’ নামে একটি দোকান পরিচালনা করত এবং নিয়মিত সে ওই দোকানে বসত। এ সুবাদে সামিরার সাথে পরিচয় হয় তার ভাই আবদুর রহমানের। পরিচয়ের পর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে সামিরাকে বিয়ে করে আব্দুর রহমান। বিয়ের পর থেকে সামিরাকে নিয়ে আব্দুর রহমান জমির মালিক সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকত। বিয়ের পর থেকে বিভিন্ন সময় সামিরা তার ভাইকে ক্রয় করা দুই গণ্ডা জমি তাকে লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করত।
তার ভাইকে বিয়ের আগে সামিরার ওই হারুন মিয়ার সাথে গোপন প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আগে আব্দুর রহমান তার গোপন প্রেমের কথা জানত না। পরকীয়ায় বাধা ও দুই গণ্ডা জমি লিখে না দেয়ায় সামিরার সাথে তার ভাইয়ের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এরই জেরে সামিরা তার ভাই লাদেন ও প্রেমিক হারুনের সহযোগিতায় আবদুর রহমানকে জবাই করে নৃশংসভাবে হত্যা করে।
উল্লেখ্য, সোমবার মধ্য রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার মজনু মিয়ার ভবন থেকে আব্দুর রহমানের (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নছিম উদ্দিনের ছেলে।
