Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনভাতা ব্যাংকে বোনাস কাল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের এমপিও (বেতনের সরকারি অংশ) চেক ছাড় হয়েছে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নিজের ব্যাংক হিসাব থেকে ১১ মে পর্যন্ত বেতনভাতা তুলতে পারবেন। আর স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা ৯ মে পর্যন্ত তুলতে পারবেন তাদের বেতনভাতা। এছাড়া এসব শিক্ষকের ঈদবোনাসের চেক আগামীকাল ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা দেয়ার সরকারি আদেশ ৭ মে দ্রুত জারি করে ওইদিনই অর্থ ব্যাংকে পাঠানো হবে। গত সপ্তাহে এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের ২০২০ সালের ঈদুল ফিতরের উৎসব ভাতা দেয়ার প্রস্তাব মাউশি থেকে পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে। ৩ মে সেই প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ২৮ হাজার প্রতিষ্ঠানের পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারী এমপিও পান। নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠান যুক্ত হলে সুবিধাভোগী আরও ৩০ হাজার বেড়ে যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম