Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নর্থ সাউথ ইউনিভার্সিটি

শিক্ষার্থীরা ২০ শতাংশ হারে বৃত্তি পাবে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীরা ২০ শতাংশ হারে বৃত্তি পাবে

করোনাকালে নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য ২৮ কোটি টাকা সংকটকালীন শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ বৃত্তির অধীনে প্রত্যেক শিক্ষার্থী ২০ শতাংশ হারে চলতি বছরের সামার সেমিস্টারে শিক্ষা বৃত্তি পাবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিশ্ব আজ করোনা মহামারীর আঘাতে বিপর্যস্ত।

বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। করোনার আঘাতে নাজুক হয়ে পড়েছে অর্থনীতি। এ কারণে অনেকের মতো আর্থিক সংকটে পড়েছে শিক্ষার্থীরাও। এর প্রভাবে অনেক শিক্ষার্থীর উচ্চ শিক্ষার স্বপ্ন থমকে গেছে।

বৃত্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম