Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

Icon

যুগান্তর রিপোর্ট, নবাবগঞ্জ, সিরাজদিখান ও লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষা, শান্তি প্রগতি এই স্লোগানকে ধারণ করে র‌্যালি ও কেক কাটার মাধ্যমে ঢাকার নবাবগঞ্জ উ’পজেলা ছাত্রলীগ সংগঠনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দোহার নবাবগঞ্জ কলেজ বটমূল থেকে উপজেলা ছাত্রলীগের সব ইউনিট সম্মিলিতভাবে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে এসে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নেতারা আলোচনা সভা করে। এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এসএম সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া, ইব্রাহীম খলিল, আবদুল জলিল বেপারি, দেওয়ান তুহিনুর রহমান তুহিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন, ছাত্রলীগ নেতা ইকরামুল নবী ইমু, স্বেচ্ছাসেবক লীগের দেলোয়ার কবির, সুজন বাবু, জাহিদ হায়দার উজ্জ্বল, আসাদুজ্জামান রনি, শুভন সিকদার, নাহিদুল আলম নাদিম প্রমুখ।

এদিকে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় বৃহস্পতিবার ছাত্রলীগ আয়োজিত এক শোভাযাত্রা উপজেলা মোড় দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুর সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ। শোভাযাত্রা শেষে উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন হাওলাদার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ভোকেট আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্প প্রমুখ।

অপরদিকে লৌহজং উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাওনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক বিএম শোয়েব, মেহেদি হাসান, আনোয়ার হোসেন, জাকির হোসেন, তোপাজ্জল হোসেন তপন, মনির হোসেন মোড়ল, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম মোল্লা, হামিদুর রহমান জুয়েল, আবু নাসের রতন হাওলাদার, মাসুম আহাম্মেদ পিন্টু প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম