Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

যুগান্তর-ল্যাবএইড গ্রুপ করপোরেট মেডিকেল সার্ভিস চুক্তি

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দৈনিক যুগান্তর এবং ল্যাবএইড লিমিটেড, ল্যাবএইড কার্ডিয়াক হসপিটাল লিমিটেড ও ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সঙ্গে সম্প্রতি এক করপোরেট মেডিকেল সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ও ল্যাবএইড গ্রুপের নির্বাহী পরিচালক সাকিফ শামীম। এ সময় ছিলেন যুগান্তরের সিনিয়র জেনারেল ম্যানেজার মার্কেটিং আবুল খায়ের চৌধুরী, ল্যাবএইড গ্রুপের করপোরেট সার্ভিস বিভাগের প্রধান মো. জাহিদুর রহমান ও ল্যাবএইড গ্রুপের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মাহের-এ-খোদা। চুক্তি অনুসারে দৈনিক যুগান্তরের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের উপরোক্ত তিনটি হাসপাতাল থেকে মেডিকেল সার্ভিসে বিশেষ সুবিধা দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম