Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ধর্ষণে স্কুলছাত্রীর মৃত্যু

দিহানের ডিএনএ টেস্টের আদেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দিহানের ডিএনএ টেস্টের আদেশ

রাজধানীর কলাবাগানে ধর্ষণের কারণে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলার একমাত্র আসামি ইফতেখার ফারদিন দিহানের ডিএনএ টেস্টের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসমির ডিএনএ টেস্টের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন। ৮ জানুয়ারি এ মামলায় আসামি দিহান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওইদিন জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৭ জানুয়ারি ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দিহানকে একমাত্র আসামি করে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রাজধানীর কলাবাগান থানায় মামলাটি করেন।

‘অদৃশ্য প্রভাবে ভিত্তিহীন বয়স দেখানোর চেষ্টা হচ্ছে’: এদিকে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট মাস্টারমাইন্ড-এর ‘ও’ লেভেলের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জড়িত ইফতেখার ফারদিন দিহানের (১৮) সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ধর্ষকের মামলা জুভেনাইল কোর্টে লঘুদণ্ড করার উদ্দেশ্যে ভিত্তিহীন বয়সের তথ্য উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। রোববার জোটের আহবায়ক শিবলী হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অপরাধী স্বীকার করেছে যে, সে ১৭ বছর বয়সী সেই শিক্ষার্থীকে ধর্ষণ করেছে। কিন্তু আমরা লক্ষ করছি এক অদৃশ্য প্রভাবে ১৭ বছর বয়সী কিশোরীকে ১৯ বছর বলে প্রমাণ করা এবং ধর্ষকের বয়সও কমানোর চেষ্টা চলছে। তিনি বলেন, ধর্ষক দিহানের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। দাবি আদায়ে সোমবার বিকেল ৪টায় কলাবাগান মাঠের সামনে এক নাগরিক অবস্থান কর্মসূচি পালন করবে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট। ষড়যন্ত্র রুখে দিতে ও ধর্ষক দিহানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম