Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মুগদায় মসজিদের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মুগদার আল হেরা জামে মসজিদের চারতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে আলামিন (২০) নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে বিকাল তিনটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আল হেরা জামে মসজিদের ইমাম জুনায়েদ জানান, নামাজ শেষে আলামিনসহ কয়েকজন মসজিদের ছাদে যান। পরে আলামিন ওইখান থেকেই অসাবধানতাবশত নিচে পড়ে যান। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা খোকন মিয়া বলেন, আমার ছেলে আগে মাদ্রাসায় পড়াশোনা করত। এখন পড়াশোনা করে না। শুক্রবার নামাজ পড়তে মসজিদে যায়। শুনেছি নামাজ শেষে মসজিদের চারতলার ছাদে গেলে মাথা ঘুরে অসাবধানতাবশত পড়ে যায়। ওর কিছুটা মানসিক সমস্যা ছিল।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম