Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন শর্তমুক্ত রাখার আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ শর্তমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানসহ শীর্ষ আলেমরা। সংস্থাটির স্থায়ী কমিটির সভায় সোমবার সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়। আল-হাইআতুল উলয়া বাংলাদেশের অফিস সম্পাদক মু. অছিউর রহমানের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছিলেন মাওলানা নূরুল ইসলাম, মুফতি রুহুল আমীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী প্রমুখ। সভায় বলা হয়, ‘অনুমতি ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান নয়’-সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত এ প্রস্তাব নতুন মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠার পথ চরমভাবে সঙ্কুচিত করবে। এতে পবিত্র ইসলাম ধর্ম ও মুসলমানরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রস্তাবটি সব ধর্মানুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, যা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে। এটি কুরআন, হাদিস, দারুল উলুম দেওবন্দের মূলনীতি এবং ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ আইন-২০১৮-এর পরিপন্থি।

আলেমরা দ্রুত কওমি মাদ্রাসা খুলে দিয়ে ছাত্রদের শিক্ষাজীবন ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচানোর অনুরোধ জানান। এ ছাড়া কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের করোনার টিকার আওতায় আনার আহ্বান জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম