Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মুজিববর্ষ ৩১ মার্চ পর্যন্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মুজিববর্ষের সময় ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ঘোষিত এই বর্ষ দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো। মুজিববর্ষের সময়কাল এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ ও ‘জাতীয় বাস্তবায়ন কমিটি’র মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার মুজিব শতবর্ষ পালনের সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ সময়কে মুজিববর্ষ হিসাবে ঘোষণা করে। করোনার কারণে মুজিববর্ষের সময়কাল গত বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এবার মুজিববর্ষ উপলক্ষ্যে সব আয়োজনের সমাপ্তি প্রস্তুতিসহ আরও কিছু অনুষ্ঠানের জন্য আবারও মেয়াদ বাড়ানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম