মন্ত্রিসভা কমিটির বৈঠক
বিদেশে বসে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিলে পাসপোর্ট বাতিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিদেশে বসে যারা রাষ্ট্রবিরোধী বক্তব্যসহ বিভিন্ন কর্মকাণ্ড করছেন তাদের তালিকা হবে। সে অনুযায়ী তাদের পাসপোর্ট বাতিল করা হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিদেশে বসে অনেকে দেশবিরোধী কথা বলছেন। এটা গ্রহণযোগ্য নয়। একজন ব্যক্তি আমার বিরুদ্ধে বলতেই পারেন, তাতে সমস্যা নেই। কিন্তু যারা বিদেশে বসে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন, দেশের বদনাম করছেন তাদের পাসপোর্ট যাতে বাতিল হয় সেই পরামর্শ আমরা দিয়েছি।’
গ্রেফতারের পর মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তরা সহজে জামিন পেয়ে যাওয়ার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে মন্ত্রী বলেন, যাদেরকে ধরা হয় দেখা যায় দুদিন পরেই তারা সব জামিন পেয়ে যায়। সেক্ষেত্রে আমাদের আইনে কিছু দুর্বলতা আছে। সেগুলো দূর করার জন্য আইন কীভাবে সংশোধন করা যায়, তা নিয়েও আমরা কথা বলেছি। তিনি বলেন, সবক্ষেত্রে ডোপ টেস্ট হবে। সব সরকারি চাকরির নিয়োগে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক। সেজন্য আইন প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রী বলেন, আমাদের দেশে কিছু বিদেশি নাগরিক আছে, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তারা বিভিন্ন অপরাধে জড়িত। তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে সেফ হোম বা ডিটেনশনের মধ্যে রেখে স্বদেশে ফেরত পাঠানোর জন্য অর্থ বরাদ্দে আমরা অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। তিনি জানান, অনেক সময় পার্সেলের মাধ্যমে অবৈধ জিনিস পাচার হয়। সেজন্য আগে পোস্ট অফিসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা হয়। এরকম তথ্য পাওয়া গেছে যে, পোস্ট অফিস থেকে ক্লিয়ারেন্স নিয়ে মাঝখানে গিয়ে হয়তো আবার সেটা পরিবর্তন হয়। এটা হতে দেওয়া যাবে না। মোজাম্মেল হক বলেন, পার্সেল কে পাঠাচ্ছে, সেগুলোর মধ্যে নাম থাকত না। এখন শুধু নাম থাকলে হবে না, আইডি কার্ড বা পরিচয়পত্রের পূর্ণাঙ্গ তথ্য থাকতে হবে। যে-কেউ ভুয়া নাম ব্যবহার করতে পারে। আমি হয়তো ভুল ঠিকানা দিয়েও পাঠাতে পারি। সেজন্য আইডি কার্ড অনুসারে পার্সেল পাঠাতে হবে এবং তার উপস্থিত থাকতে হবে।
