Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

টঙ্গীতে মাদ্রাসার ২ শিশুকে পাশবিক নির্যাতন

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টঙ্গীতে মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীকে (১১) বলাৎকার করে পালিয়ে গেছে শিক্ষক। এ ঘটনায় মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বেশ আলোড়ন সৃষ্টি হয়।

অভিযুক্ত শাহ আলম (৩৫) মাছিমপুর এলাকার জামিয়া গাফুরিয়া মাখযানুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

ভুক্তভোগীদের স্বজন ও মামলা সূত্রে জানা যায়, শিশু শিক্ষার্থী দুজনই পরিবারের লোকজনের সঙ্গে মাছিমপুর ভাড়া বাসায় বাস করত। তারা স্থানীয় জামিয়া গাফুরিয়া মাখযানুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় থেকে নুরানি বিভাগে শিশু শ্রেণিতে পড়াশোনা করত। ঘটনার দিন সোমবার রাত ২টার দিকে অভিযুক্ত শাহ আলম মাদ্রাসার নিচ তলায় ছাত্রদের থাকার রুমে প্রবেশ করে পর পর দুই শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলৎকার করে। পরদিন সকালবেলা ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য তাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদর্শন করে বাসায় পাঠিয়ে দেয়। দুই শিশু বাসায় এসে তাদের বাবা-মাকে যৌন নির্যাতনের বিষয়টি জানায়। পরে ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকরা বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম