পলাশে স্বামীকে মারধর করে স্ত্রীকে ধর্ষণ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশে স্বামীকে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো-ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়ার শাহ আলমের ছেলে রাজিব ও চামড়াব গ্রামের নজরুল ইসলামের ছেলে রিফাত।
শনিবার বিকালে পলাশের জনতা জুটমিলের এক কর্মচারী তার স্ত্রীকে নিয়ে ঘোড়াশাল ফ্লাগ রেলস্টেশনে ঘুরতে যান।
সন্ধ্যায় টেঙ্গরপাড়ার রাজিব ও রিফাতসহ আরও কয়েকজন স্বামী-স্ত্রী যাচাইয়ের লক্ষ্যে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়।
পরে স্বামীকে তারা মারধর করে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে টান স্টেশনের কাছাকাছি রেললাইনের ওপর নির্জন স্থানে নিয়ে তারা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।
স্বামী কোনো উপায় না পেয়ে ৯৯৯ কল করেন। রাতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জহিরুল আলম, এসআই মাজেদুর রহমান ও পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজিব ও রিফাতকে আটক করে।
